নিউজরাজ্য

কয়েক ঘন্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি ৩ জেলায়, বইবে ঝোড়ো হাওয়া

বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে

Advertisement
Advertisement

আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের তিন জেলায় বইতে পারে ঝড়ো হাওয়া। এছাড়াও উইকেন্ডে তাপমাত্রার পারদ খুব একটা বাড়বে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে।

Advertisement
Advertisement

এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সমস্ত জেলায় তাপমাত্রার পারদ অনেকটা কমে যেতে চলেছে এ বৃষ্টিপাতের জন্য। এখনো পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই কিন্তু কলকাতায় ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ থাকতে চলেছে। তার পাশাপাশি সন্ধ্যার দিকে তাপমাত্রা অনেকটা কমে যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

Advertisement

চৈত্রের শেষ থেকে গরমের দাপট বেড়ে গেছে পশ্চিমবঙ্গে। বর্তমানে গ্রীষ্মের দাবদাহে নাজেহাল বাঙালি। তবে এই পরিস্থিতিতে যদি সপ্তাহের শেষ দিকে একটু বৃষ্টির সম্ভাবনা দেখা যায় তবে ক্ষতি কি, স্বস্তি পেয়েছে আমজনতা। হাওয়া অফিস বলছে, এই ঝড়-বৃষ্টি আমেজকে আরো বেশ কিছুদিন ধরে রাখবে পশ্চিমবঙ্গের আবহাওয়া।

Advertisement
Advertisement

জানিয়ে রাখি আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে চলেছে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বাতাসে আদ্রতার পরিমাণ হতে চলেছে ৮৯ শতাংশ। তবে আদ্রতার পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে ঝড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে বলে ধারণা হাওয়া অফিসের।

Advertisement

Related Articles

Back to top button