নিউজরাজ্য

ওড়িশা উপকূলে তৈরি নিম্নচাপ, বাংলার উপকূলেও সতর্কতা, খুব শীঘ্রই বৃষ্টি আসছে এই সমস্ত জেলায়

বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে খুব শীঘ্রই

Advertisement
Advertisement

রবিবার বঙ্গোপসাগরে তৈরি হলো প্রবল নিম্নচাপ। আর কিছুদিনের মধ্যে এই নিম্নচাপ আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উপকূলেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হচ্ছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আর দু এক ঘণ্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement

উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস। রবিবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিবর্তিত হতে পারে। নিম্নচাপটি ওড়িশা উপকূল সংলগ্ন এলাকাতে সোমবারের পর শক্তি বৃদ্ধি করতে পারে। শক্তি বাড়িয়ে নিম্নচাপরি উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

ওড়িশা এবং বাংলা উপকূলের মাঝে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। ওড়িশা রাজ্যের সঙ্গে সঙ্গে বাংলাতেও এই নিম্নচাপের প্রভাব পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। ওড়িশা বাংলা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে জারি থাকতে চলেছে লাল সতর্কতা। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সোমবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করেছে উপকূল রক্ষা বাহিনী। নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই যারা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদের রবিবারের মধ্যে উপকূলে ফিরে আসা নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। অন্যদিকে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement

ওড়িশা উপকূলের এই নিম্নচাপ বাংলাতে প্রভাব ফেললেও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয়। উপকূল সংলগ্ন সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকলেও কলকাতা এবং অন্যান্য জেলাতে খুব একটা বৃষ্টি হবার সম্ভাবনা নেই। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর মূলত এই দুটি জেলাতেই বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত এই দুদিন বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই দুটি জেলায়।

Advertisement

Related Articles

Back to top button