নিউজরাজ্য

Rain Possibility in Kali puja: নিম্নচাপের জেরে কালীপুজোতেও ভিজবে কি বাংলা? কি বলছে হাওয়া অফিস

চলতি বছরের জন্য বর্ষা বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে

Advertisement
Advertisement

চলতি মাসে ইতিমধ্যে হয়ে গিয়েছে দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা। দুই উৎসবের সময়তেই বাংলা ভিজেছে বৃষ্টিতে। এবার আগামী সপ্তাহে রয়েছে আলোর উৎসব, কালীপুজো। ওইদিনও কি বৃষ্টিতে ভিজবে বাংলা? এই প্রশ্ন এখন সকলের মনের মধ্যেই ঘুরছে। আসলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার তেমন কোনো বদল আসবে না বলেই জানা গিয়েছে। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। পাকাপাকিভাবে এই বছরের জন্য বর্ষা বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। আর একদিনের মধ্যেই দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি বর্তমানে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের চোখরাঙানি দেখা যাচ্ছে। তবে সেই কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। আজ সকাল থেকেই হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়লে তাপমাত্রা অনেকটাই বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা। আজ মঙ্গলবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আদ্রতা ৮০ শতাংশের কাছাকাছি থাকবে এবং আজকের গোটা দিন রৌদ্রজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে।

Advertisement

অন্যদিকে উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আগামী ২১ তারিখ সুস্পষ্ট নিম্নচাপ এবং ২২ তারিখ গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ অবস্থান করবে। তারপর এই নিম্নচাপ আদেও সুপার সাইক্লোনে পরিণত হবে নাকি সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে হাওয়া অফিসের। আর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে নাকি তা আর দু চার দিন বাদে জানা যাবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button