দেশনিউজ

বড় আপডেট, এবারে এই পরিষেবায় পরিবর্তন নিয়ে এল রেল, টিকিট বুক করার আগে জেনে নিন

ভারতীয় রেলের তরফ থেকে এই নতুন আপডেট করা হয়েছে জনগণের সুবিধার্থে

Advertisement
Advertisement

ভারতের রেল যাত্রীদের জন্য বড় সুখবর। এবারে যাত্রীদের রেল যাত্রা আরো সুখকর করতে চলেছে ভারতীয় রেলওয়ে। তাদের নিয়মে বেশ কিছু পরিবর্তন করেছে আইআরসিটিসি। টিকিট বুকিং এর পাশাপাশি যাত্রীদের টিকিটের সাথে খাবার যোগ করতে হয় এমনিতে। যদি টিকিটে খাবার যোগ করা না থাকে তাহলে তারা ট্রেনে যাত্রা করার সময় খাবার কখনোই পাবে না। কিন্তু যদি আপনি কোনভাবে খাবার নিতে ভুলে গিয়ে থাকেন তাহলে এবার আপনাদের জন্য রয়েছে একটা দারুন বিকল্প। এবারে আইআরসিটিসি তাদের নিয়মে কিছু পরিবর্তন করেছে। এরপর থেকে যদি আপনি এখন খাবারের বিকল্প ছাড়া টিকিট বুক করেন, তাহলে পরবর্তীতে খাবার যোগ করতে পারবেন টিকিটের সঙ্গে। আইআরসিটিসি অ্যাপে সম্প্রতি এই বৈশিষ্ট্য আপডেট করা হয়েছে।

Advertisement
Advertisement

যদি আপনাকে ভ্রমণ করতে হয় এবং খাবারের বিকল্প নির্বাচন করতে টিকিট কাটার সময় ভুলে যান তাহলে আপনাকে টিকিটের সঙ্গে খাবার যোগ করার অপশন এই আপডেটের সাথে দিয়েছে irctc। শুধু তাই নয় টিকিট বুক করলে, আপনি এডিট করার অপশন পেয়ে যাবেন একই সাথে। এর সাহায্যে আপনি শেষ পর্যন্ত আপনার খাবার যোগ করতে পারেন অথবা খাবার বাদ দিতে পারেন। আগে কিন্তু যাত্রীদের টিকিট বুক করার পরে খাবার যোগ করার কোনো সুযোগ ছিল না। তবে এখন প্রতিটি যাত্রী তার টিকিটের বিষয়বস্তু পরিবর্তন করে খাবার যোগ করতে পারেন। আর যদি তিনি খাবার যোগ করেন তাহলে অতিরিক্ত অর্থ শুধুমাত্র প্রদান করতে হবে ওই ব্যক্তিকে।

Advertisement

এর পাশাপাশি রেল যাত্রীদের আরামদায়ক সুবিধা দেওয়ার জন্য আইআরসিটিসি বেশকিছু খাবার ডেলিভারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সুইগী থেকে শুরু করে ইট শিওর, জমাটো, পিজ্জা হাট এবং আরো কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে irctc। এদের সাহায্যেও যাত্রীরা খুব সহজেই গরম খাবার পেতে পারেন। আর সব থেকে বড় কথাটা হলো, আপনি যদি টিকিটের সাথে খাবার যোগ করতে কোনভাবে ভুলে গিয়ে থাকেন তাহলে আপনাকে বেশ কয়েকবার রিমাইন্ডার দেবে আইআরসিটিসি। ফলে আপনার খাবার যোগ করতে কখনোই ভুল হবে না। তার সাথেই এবারে ভারতীয় রেলওয়েতে চায়ের দাম পরিবর্তন করেছে আইআরসিটিসি। আগে যেখানে ৫০ টাকার কমে চাওয়া পাওয়া যেত না সেখানেই এখন আপনি ১০ টাকাতেও চা পেতে পারবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button