কেরিয়ার

Railway Jobs: দশম শ্রেণী পাস করলেই পাবেন রেলওয়েতে মোটা মাইনের চাকরি, আবেদন করুন এইভাবে

ভারতীয় রেলওয়ে সম্প্রতি সমস্ত দশম শ্রেণী পাস প্রার্থীদের জন্য নিয়ে এসেছে চাকরির সুযোগ

Advertisement
Advertisement

দশম পাস পরীক্ষার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। যারা দশম শ্রেণী পাস করে ভারতীয় রেলওয়ের কোন চাকরি খুঁজছিলেন, তাদেরকে জানিয়ে রাখি ভারতীয় রেলওয়ে সম্প্রতি অ্যাপ্রেন্টিস পদের জন্য ২০০০ এর বেশি কর্মীকে নিয়োগের ঘোষণা জারি করেছে। এই পদের জন্য আবেদন গ্রহণের শেষ তারিখ খুব সামনেই। তাই এখনো পর্যন্ত যে আগ্রহীরা সেন্ট্রাল রেলওয়ের এপ্রেন্টিস পদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেননি তাদের শীঘ্রই এই অ্যাপ্লিকেশন ফর্ম জমা করা উচিত। মুম্বাই, ভূষাঅল, পুনে, নাগপুর, সোলপুর ক্লাসটার এর জন্য গ্রহণ করা হচ্ছে আবেদন। ফিটার ওয়েল্ডার কার্পেন্টার পেন্টার টেলার ইলেকট্রিশিয়ান মেশিনেস্ট সমেত বেশ কিছু তোদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে এবং সম্পূর্ণ শুন্য পদের সংখ্যা ২৪২২।

Advertisement
Advertisement

রেলওয়ে আধিকারিক নোটিফিকেশন থেকে জানা গিয়েছে মুম্বাই ক্লাস্টার এর জন্য ১৬৫৯, ভুসাঅল ক্লাস্টারের জন্য ৪১৮, নাগপুর ক্লাস্টারের জন্য ১১৪, পুনে ক্লাস্টারের জন্য ১৫২, এবং সোলপুর ক্লাস্টারের জন্য ৭৯ পদের জন্য গ্রহণ করা হচ্ছে আবেদন। সম্পূর্ণ মেরিট লিস্টের উপরে ভিত্তি করে এই চাকরি হবে বলে জানিয়েছে ভারতীয় রেল।

Advertisement

যোগ্যতা কি

Advertisement
Advertisement

১০+২ প্যাটার্ন থেকে ১০ম পাস করা প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণী পাস হতে হবে। এছাড়াও, প্রার্থীর প্রাসঙ্গিক ট্রেডে একটি জাতীয় শংসাপত্র থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

এই চাকরির জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট রেলওয়ে ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আপনাকে সেখানে গিয়ে সমস্ত বিবরণ জমা করতে হবে। তারপরেই আপনি এই পরীক্ষার জন্য বসতে পারেন।

আবেদনের খরচ

আবেদন করতে হলে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির ব্যক্তিদের ১০০ টাকা খরচ করতে হবে এবং অন্যদিকে এসসিএসটি এবং পিএইচডি ক্যাটেগরির জন্য কোন অতিরিক্ত খরচ লাগবে না। আবেদন শুল্ক আপনাকে দিতে হবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে। ১৫ জানুয়ারি পর্যন্ত এই আবেদন আপনি করতে পারবেন। সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করা সম্ভব হবে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে।

Advertisement

Related Articles

Back to top button