Today Trending Newsক্রিকেটখেলানিউজ

Team India: দলের সাথে রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ, কে হবেন টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ?

×
Advertisement

২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় দলের পরাজয়ের সাথে সাথে সমস্ত স্বপ্নের ইতি ঘটেছে ভারতবাসীর। দীর্ঘ ১২ বছর পর বিশ্বজয়ের সুবর্ণ সুযোগ ছিল বিরাট কোহলিদের কাছে। তবে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম ইন্ডিয়ার হতাশা জনক পারফরমেন্সের ফলে স্বাভাবিকভাবেই বিশ্বজয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় টিম ইন্ডিয়ার। ৬ উইকেটে ভারতকে পরাজিত করে ষষ্ঠবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন নির্বাচিত হয় অস্ট্রেলিয়া।

Advertisements
Advertisement

এদিকে, ২০২৩ ওডিআই বিশ্বকাপের মেগা আসর শেষ হতে না হতেই ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তির সময়সীমা উত্তীর্ণ হয়েছে। ২০২১ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে রাহুল দ্রাবিড়কে প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়। যার মেয়াদকাল ছিল চলতি বিশ্বকাপ পর্যন্ত। রাহুল দ্রাবিড়ের অধীনে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একদিনের বিশ্বকাপ খেলেছে। যদিও কোনো বিশ্বকাপে শিরোপা জয়ের চূড়ান্ত পদক্ষেপ নিতে পারেনি টিম ইন্ডিয়া।

Advertisements

তবে এবার ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব কার কাঁধে তুলে দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড? ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ছেঁয়ে গেছে এই বিশেষ প্রশ্নে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোন রকম তথ্য প্রকাশ্যে আনা হয়নি। আগামী দুই বছরের জন্য ভারতীয় দলের কোচিং-এর দায়িত্ব রাহুল দ্রাবিড়ের উপরে থাকবে নাকি নতুন কোচ নিযুক্ত করা হবে, তা নিয়ে কোনরকম বিবৃতি দেওয়া হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে।

Advertisements
Advertisement

এই প্রসঙ্গে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সাথে কথা বলা হলে তিনি জানান, খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি টি-২০, ৩টি ওডিআই এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। তাই এ প্রসঙ্গে এখন চিন্তা করার সময় নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নেবে, আমি সম্মানের সাথে সেই সিদ্ধান্ত মেনে নেব।

Related Articles

Back to top button