বলিউডToday Trending Newsবিনোদন

Pushpa 2 Song Out: মুক্তি পেল ‘পুষ্পা ২’ এর নতুন গান অঙ্গারোঁ, রয়েছে পুষ্পা ও শ্রীবল্লীর বিয়ের পরের মাখোমাখো রোম্যান্স

এই গানটিতে কন্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল

Advertisement
Advertisement

আগামী ১৫ই আগষ্ট মুক্তি পেতে চলেছে রস্মিকা মান্দানা এবং অল্লু অর্জুনের দীর্ঘ প্রতীক্ষিত ছবি পুষ্পা ২। দর্শকরা যেমন এই ছবির প্রতিটি ঝলক দেখার জন্য অপেক্ষা করছেন, তেমনি কিন্তু অপেক্ষা করছেন এই ছবির দুর্দান্ত গান শোনার জন্য। কিছুদিন আগে এই ছবির দুটি গান মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই সেই দুটি গান হয়ে উঠেছে সুপারহিট। আর এবারে পালা এই ছবির তৃতীয় গানটি মুক্তি পাওয়ার। দর্শকদের অপেক্ষার অবসান করে দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেলো রশ্মিকা মান্দান্না ও আল্লু অর্জুনের আসন্ন ছবি পুষ্পা ২ এর নতুন গান অঙ্গারোঁ। গানটি বেশ কয়েকদিন ধরেই খবরে ছিল। রশ্মিকা মান্দান্না এবং আল্লু অর্জুনও গানটির প্রচারে কোনও কসরত রাখেননি। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে পুষ্পা ২-এর এই রোমান্টিক ট্র্যাকটি। যেখানে বিয়ের পর শ্রীবল্লী ও পুষ্পের মধ্যে দারুণ রোমান্স দেখা যাচ্ছে।

Advertisement
Advertisement

গান প্রকাশিত হলেও এখনো কিন্তু এই গানের পুরো ভিডিও প্রকাশিত হয়নি। আপাতত পরিচালকরা এই গানের লিরিকস ভিডিও প্রকাশ করেছেন। কিন্তু এখনো পর্যন্ত আসল ভিডিও প্রকাশিত হয়নি ইউটিউবে। গানটির পুরো মেকিং এই লিরিকাল ভিডিওতে দেখানো হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে অঙ্গারোঁ গানের কথাও শোনা যায়। পুষ্পা ২-এর এই ভিডিওতে, আল্লু অর্জুন এবং রশ্মিকাকে ছবির পুরো টিমের সাথে অঙ্গারোঁ গানের শুটিং করতে দেখা যাচ্ছে।

Advertisement

ভারতের বিখ্যাত প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল পুষ্পা: দ্য রুল-এর অঙ্গারোঁ গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন রাকিব আলম। যেখানে সঙ্গীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। তিনি পুষ্প: দ্য রাইজ-এর সঙ্গীতও দিয়েছেন। অঙ্গারোঁ গানটির কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য। ফলে, নাচের দিক থেকেও এই গানটি দারুন হবে বলা যায়।

Advertisement
Advertisement

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট পুষ্পা: দ্য রাইজ ছবির সিকুয়েল হিসেবে মুক্তি পেতে চলেছে এই পুষ্পা ২। আগেরবারের মতোই এই সিনেমাতেও লাল চন্দন পাচারের একটা গল্প দেখানো হতে চলেছে। এই লাল চন্দন পাচারের পুরো চক্রের মাথা পুষ্পা রাজ নামের একজন সাধারণ শ্রমিক, যিনি শুধুমাত্র একজন শ্রমিক থেকে হয়ে উঠেছেন দক্ষিণ ভারতের সবথেকে বড় চোরাকারবারী। আগের সিনেমায় আপনারা দেখতে পেয়েছিলেন কিভাবে পুষ্পা রাজ একজন শ্রমিক থেকে হয়ে উঠেছিলেন চোরাকারবারি। আর এবারের গল্পে এই আপনি জানতে পারবেন, কিভাবে তিনি তার এই ব্যবসা চালাচ্ছেন। ক্ষমতা এবং অর্থের এই যাত্রায় সে নিজের অনেক শত্রু তৈরি করেছে। এমনকি তার জীবন একবার শেষ হয়ে যেতে পারতো। তবে হাল ছাড়েননি পুষ্পা। বরং ক্ষমতার লড়াইটা ভালোভাবেই করতে জানেন তিনি। আসন্ন এই ছবিতে পুষ্পার পরবর্তী জীবন দেখানো হবে। এখানে পুষ্পাকে তার সব থেকে বড় শত্রু, সৎ পুলিশ অফিসার ভানওয়ার সিংয়ের সঙ্গে লড়াই করতে হবে। এবার দেখার বিষয়, আগের ছবির মতই কি এই ছবিটিও হবে প্যান ইন্ডিয়া সুপারহিট।

Related Articles

Back to top button