মঙ্গলমন্ত্র পাঠ করে রথের দড়ি টানা, চারিদিকে বাজছে খোল-করতাল, দেখুন ভিডিও

পুরীতে রথযাত্রা উৎসব হওয়া নিয়ে অনেক টানাপোড়েন চলেছে এই বছর। অবশেষে কেন্দ্রের অনুরোধে সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছে। আর অনুমতি পাওয়ার পর থেকেই শুরু হয়েছিল রথযাত্রার প্রস্তুতি। বিশেষ সাবধানতা…

Avatar

পুরীতে রথযাত্রা উৎসব হওয়া নিয়ে অনেক টানাপোড়েন চলেছে এই বছর। অবশেষে কেন্দ্রের অনুরোধে সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছে। আর অনুমতি পাওয়ার পর থেকেই শুরু হয়েছিল রথযাত্রার প্রস্তুতি। বিশেষ সাবধানতা অবলম্বন করার জন্য এইবছর ভক্তদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সোমবার রাত থেকেই পুরীতে কারফিউ জারি করা হয়েছে।

২৫০০ বছরের ইতিহাসে এই প্রথম ভক্ত ছাড়াই মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথদেব। মঙ্গলবার সকাল থেকেই রথের দড়ি টানতে আদালতের নির্দেশে ৫০০ জনের কম সেবায়েত জড়ো হয়েছেন। কোথাও কোনো সাধারণ মানুষ নেই। যাঁরা উপস্থিত হয়েছেন তাঁরা কেউ পুরোহিত, কেউ সেবায়েত, কেউ মন্দিরের কর্মচারী। প্রত্যেকের মুখেই রয়েছে মাস্ক। প্রথমে মন্দিরকে স্যানিটেজ করা হয়। তারপরেই রথ সাজানোর প্রস্তুতি নেওয়া হয়।

মন্দিরের গর্ভগৃহ থেকে প্রথমে নিয়ে আসা হয় ভগবান বলরামকে। তারপর একে একে কাঁধে করে পুরোহিত ও সেবায়েতরা বলরাম। সুভদ্রা ও জগন্নাথদেবকে রথে ওঠান। আর তারপরেই মঙ্গলমন্ত্র পাঠ করে রথের দড়ি টানা হয়। চারিদিকে বাজে খোল-করতাল। শুরু হয় ভগবানের নামগান।

দেখুন সেই রথযাত্রার অসাধারণ ভিডিও।