ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

একেই বলে বাম্পার রিটার্ন, ১ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে ৭.৮৫% সুদ দিচ্ছে PNB

বছরের শুরুতে সাধারণ নাগরিকদের জন্য ডাবল ধামাকা অফার করলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। প্রথম সপ্তাহের মধ্যে ফিক্সড ডিপোজিটের ওপর দ্বিতীয়বারের জন্য সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

Advertisement
Advertisement

বছরের শুরুতে নিজের গ্রাহকদের ধামাকা নিউজ দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। স্বল্প সময়ের ফিক্সড ডিপোজিটের উপর এক লাফে সুদের হার ০.৮০ শতাংশ বৃদ্ধি করল PNB। আমরা আপনাদের জানিয়ে রাখি, গত ৮ই জানুয়ারি স্বল্প সময়ের বিনিয়োগের উপর সুদের হার ০.৮০ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কত টাকা ফিক্সড ডিপোজিটের ওপর কত শতাংশ সুদ বাড়তে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ। চলুন শুরু করা যাক-

Advertisement
Advertisement

বছরের শুরুতে সাধারণ নাগরিকদের জন্য ডাবল ধামাকা অফার করলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। প্রথম সপ্তাহের মধ্যে ফিক্সড ডিপোজিটের ওপর দ্বিতীয়বারের জন্য সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শুরুতে আমরা আপনাদের বলি, ১লা জানুয়ারি ২০২৪ সালে ফিক্সড ডিপোজিটের উপর ০.৪৫ শতাংশ সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকারি এই সংস্থাটি। যা ৮ই জানুয়ারি ২০২৪-এ বাড়িয়ে ০.৮০ শতাংশ করা হয়েছে।

Advertisement

দেখে নিন বছরে ১ লাখ টাকা ফিক্সড ডিপোজিটের ওপর কত শতাংশ সুদ বৃদ্ধি পেয়েছে-
সাধারণ মানুষ: সুদের হার ৭.০৫%, পরিপক্কতার পরে পরিমাণ ১,০৬,৩৬২ টাকা।
সিনিয়র সিটিজেন: সুদের হার ৭.৫৫%, পরিপক্কতার পরে পরিমাণ ১,০৬,৪০৫ টাকা।
সুপার সিনিয়র সিটিজেন: সুদের হার ৭.৮৫%, পরিপক্কতার পরে পরিমাণ ১,০৬,৬৬৫ টাকা।

Advertisement
Advertisement

দেখে নিন বছরে ২ লাখ টাকা ফিক্সড ডিপোজিটের ওপর কত শতাংশ সুদ বৃদ্ধি পেয়েছে-
সাধারণ মানুষ: সুদের হার ৭.০৫%, পরিপক্কতার পরে ২,১২,৭৭৩ টাকা।
সিনিয়র সিটিজেন: সুদের হার ৭.৫৫%, পরিপক্কতার পরে পরিমাণ ২,১২,৮১০ টাকা।
সুপার সিনিয়র সিটিজেন: সুদের হার ৭.৮৫%, পরিপক্কতার পরে পরিমাণ ২,১৩,৩৩০ টাকা।

দেখে নিন বছরে ৫ লাখ টাকা ফিক্সড ডিপোজিটের ওপর কত শতাংশ সুদ বৃদ্ধি পেয়েছে-
সাধারণ মানুষ: সুদের হার ৭.০৫%, লাভ পরিপক্কতার পরে পরিমাণ ৫,৩১,৮০৮ টাকা।
সিনিয়র সিটিজেন: সুদের হার ৭.৫৫%, পরিপক্কতার পরে পরিমাণ ৫,৩২,০২৪ টাকা।
সুপার সিনিয়র সিটিজেন: সুদের হার ৭.৮৫%, পরিপক্কতার পরে পরিমাণ ৫,৩৩,৩২৬ টাকা।

Advertisement

Related Articles

Back to top button