ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্রতিদিন ৪১৭ টাকা করে রাখলেই হয়ে যাবেন কোটিপতি, জানুন পোস্ট অফিসের এই দারুণ প্রকল্পের ব্যাপারে বিস্তারিত

পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্প এই মুহূর্তে ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে

Advertisement
Advertisement

মধ্যবিত্ত ভারতীয়রা সাধারণত এমন জায়গাতে বিনিয়োগ করতে ইচ্ছুক থাকেন যেখানে বিনিয়োগের সুরক্ষার পাশাপাশি ভালো সুদের হার পাওয়া যায়। এবার তাদের জন্যই একটি নতুন প্রকল্প নিয়ে হাজির হয়েছে পোস্ট অফিস। সাধারণত সবাই জীবনে একবার না একবার কোন একটা প্রভিডেন্ট ফান্ড একাউন্ট খোলার লক্ষ্যমাত্রা নিয়ে থাকেন। কিন্তু সাধারণত যারা সরকারি কর্মচারী নন তারা এই ধরনের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলতে পারেন না। তাদের জন্যই এবার প্রভিডেন্ট ফান্ডের সুযোগ সুবিধা নিয়ে হাজির হয়েছে পোস্ট অফিস। এই মুহূর্তে ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংক আপনাকে অফার করছে একটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট, যেখানে আপনারা ভালো সুদের পাশাপাশি আর্থিক সুরক্ষাও পেয়ে থাকবেন। এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হল, আপনি যে সুদের হারে বিনিয়োগ শুরু করবেন, বিনিয়োগ শেষের পরেও এই একই সুদের হার লাভ করবেন।

Advertisement
Advertisement

পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট একটি বিশেষ অ্যাকাউন্ট যেখানে আপনারা একটা নির্দিষ্ট সুদের হারে একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা করতে পারবেন। তবে এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলার কিছু শর্ত রয়েছে। এই ধরনের অ্যাকাউন্ট জয়েন্ট ভাবে খোলা যায় না, অর্থাৎ দুইজন বা তিনজন মিলে কিন্তু এই ধরনের অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। পাশাপাশি, আপনি যদি ভারতীয় নাগরিক না হন তাহলে কিন্তু এই অ্যাকাউন্টের সুবিধা আপনি পাবেন না। তবে, অপ্রাপ্তবয়স্কদের জন্য এই ধরনের একাউন্ট খোলা যায়। সেক্ষেত্রে অভিভাবককে এই অ্যাকাউন্ট মেইনটেইনের দায়িত্ব নিতে হয়।

Advertisement

এই অ্যাকাউন্টে যদি আপনি প্রত্যেকদিন ৪১৭ টাকা করে জমা করেন, তাহলে কিন্তু আপনি ২৫ বছর পর রীতিমতো কোটিপতি হয়ে যাবেন। এই অ্যাকাউন্ট আপনাকে ব্যাপক সুবিধা দিতে সক্ষম। জানিয়ে রাখা ভালো, এই অ্যাকাউন্টের মেয়াদ পূর্তির সময় কাল সর্বাধিক ১৫ বছর। তবে ৫ বছরের জন্য এই অ্যাকাউন্টের মেয়াদ কাল বৃদ্ধি করা সম্ভব। এই অ্যাকাউন্টের সুদের হার এই মুহূর্তে ৭.১ শতাংশ। অর্থাৎ সেই সুদের হার অনুযায়ী আপনি নির্দিষ্ট সময় পরে সুদ পেয়ে যাবেন। এই অ্যাকাউন্ট খুললে আপনি কিন্তু কর ছাড়ের সুবিধা পাবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button