ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলে আপনি পেয়ে যাবেন লাখ টাকার সুবিধা, জানুন বিস্তারিত

এই স্কিম এখন ভারতে বেশ নাম করে নিয়েছে

Advertisement
Advertisement

আপনি যদি এখন পোস্ট অফিসে একটা ভালো টাকা বিনিয়োগ করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। এই মুহূর্তে পোস্ট অফিস আপনাদের জন্য একাধিক স্কিম নিয়ে হাজির হয়েছে। এই সমস্ত পোস্ট অফিস স্কিমের মধ্যে আপনি একটি স্কিমে বিনিয়োগ করলে পুরো ৬.৫০ শতাংশ সুদ পেয়ে যাবেন। অর্থাৎ, এই স্কিমে বিনিয়োগ করলে আপনি ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি লাভ পাবেন। আপনাদের জানিয়ে রাখি, এই স্কিমের নাম পোস্ট অফিস রেকারিং ডিপোজিট। চলুন এই স্কিমের ব্যাপারে যেন নেওয়া যাক।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি যে, পোস্ট অফিসের আরডি স্কিমে ৬.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে, যদি প্রতি মাসে ৬০০ টাকার একটি RD স্কিম শুরু করা হয়, তাহলে সহজেই ১ লক্ষ টাকার তহবিল তৈরি করা যেতে পারে। এই পোস্ট অফিসের এই স্কিমটি ৫ বছরের জন্য। তবে আপনি এটি পরবর্তীতে ৫-৫ বছরের জন্য বাড়াতে পারেন। এমন পরিস্থিতিতে, যদি ৬০০ টাকার একটি RD স্কিম শুরু করা হয়, তাহলে 5 বছরে ৪২,৫৯৩ টাকার তহবিল করে ফেলা যাবে।

Advertisement

অন্যদিকে, যদি এই RD স্কিমটি আরও ৫ বছরের জন্য বাড়ানো হয়, তাহলে ১.০১ লক্ষ টাকার তহবিল তৈরি করে ফেলবেন। এখানে আপনার তরফে জমা করা টাকা হবে ৭২ হাজার টাকা এবং আপনি সুদ হিসাবে ২৯,৩৮৮ টাকা পাবেন। এইভাবে, যারা ছোট সঞ্চয় করেন তারা সহজেই প্রতি মাসের বিনিয়োগে ১ লক্ষ টাকার তহবিল পেতে পারে।

Advertisement
Advertisement

আপনি পোস্ট অফিস আরডি স্কিমে কমপক্ষে ১০০ টাকা জমা করতে পারেন। তবে এক্ষেত্রে, কোন সর্বোচ্চ জমার কোনো সীমা নেই। এর মানে আপনি যত টাকা চান এতে জমা করতে পারবেন। বর্তমানে পোস্ট অফিসের আরডি স্কিমে ৬.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে, সুদের হার প্রতি ৩ মাসে পর্যালোচনা করা হয়। কিন্তু যে সুদের হারে আপনার RD শুরু হবে, তা আরডি সম্পূর্ণ হওয়া পর্যন্তই পাওয়া যাবে। RD-এ আমানতের সুদের হিসাব প্রতি মাসের শেষে উপস্থিত টাকার উপর করা হয় সাধারণত। তাই যদি আপনি টাকা তুলে ফেলেন তাহলে কিন্তু এই টাকা জমাতে পারবেন না এই স্কিমে।

Advertisement

Related Articles

Back to top button