নিউজপলিটিক্সরাজ্য

‘ক্ষমতায় এলে পুলিশ জুতো পালিশ করবে’, বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার!

Advertisement
Advertisement

শুভব্রত সরকার: লোকসভা ভোটের সময় সন্দেশখালি থেকে দুজন বিজেপি কর্মী নিহত একজনের নিখোঁজ হওয়ার সিবিআই তদন্তের দাবিতে শ্যামবাজারে তিনদিনের ধরনায় বসে রাজ্য বিজেপি নেতারা। এবং সেই ধরনা পর্ব শেষ হয় বুধবার। সেই ধর্না মঞ্চ থেকে সর্বভারতীয় বিজেপি সাধারণ সম্পাদক তথা রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেন, ‘‘দিদি আপনি পুলিশের ভরসায় সরকার চালাচ্ছেন তো? পুলিশ কিন্তু কারও হয় না। যে দিন বিজেপি সরকারে আসবে, পুলিশ আমাদের জুতো পালিশ করবে। আপনি দেখবেন।

Advertisement
Advertisement

’’ক্ষমতায় এলে পুলিশকে জুতো পালিশ করানোর কথা বলায় সমালোচনার ঝড় বয়ে গেছে কৈলাস বিজয়বর্গীয় বিরুদ্ধে। এছাড়াও সেই ধরনা মঞ্চ থেকে অর্জুন সিং এর উপর হওয়া হামলার সিবিআই তদন্ত করার দাবি জানায়। অর্জুন সিং বলে তাকে ষড়যন্ত্র করে মারার চেষ্টা করেছিল ব্যারাকপুর সিপি মনোজ বর্মা। কৈলাশ বিজয়বর্গীয় আরো বলেন মমতা ব্যানার্জি পুলিশকে বেআইনি কাজে ব্যবহার করছে তাই মমতা ব্যানার্জির উচিত পুলিশ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করা। অর্জুনের মৃত্যু হলে এক দিনও মুখ্যমন্ত্রী রাজ্য শাসন করতে পারবেন না। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ ‘‘অর্জুনই ব্যারাকপুরে হিংসা ছড়াচ্ছেন।’’কৈলাস বিজয়বর্গীয়ের বক্তব্য তে আলোড়ন পড়েছে রাজনীতিতে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button