নিউজদেশ

বিনামূল্যে গ্যাস সংযোগের সঙ্গে বিনামূল্যে রিফিল, কেন্দ্রের উদ্যোগে বাঁচবে গরীবদের অনেক টাকা

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ অনুমোদন করেছে। এর আওতায় আগামী তিন অর্থ বছরে ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫-২৬ সালের মধ্যে বাকি সংযোগ সম্পন্ন করা হবে। তিন বছরে মহিলাদের ৭৫ লক্ষ নতুন এলপিজি সংযোগ দেওয়ার জন্য সরকারি পেট্রোলিয়াম সংস্থাগুলিকে ১৬৫০ কোটি টাকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত ৯ কোটি ৬০ লক্ষ সংযোগ দেওয়া হয়েছে। এর আওতায় বিনামূল্যে এলপিজি সংযোগের পাশাপাশি প্রথম সিলিন্ডারের রিফিলিংও বিনামূল্যে হবে। এ ছাড়া গ্যাসের ওভেন বিনামূল্যে দেওয়া হয়। আপনি যদি এর সুবিধা নিতে চান তবে প্রথমে এর প্রক্রিয়াটি বুঝে নিন।

Advertisement
Advertisement

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনার সূচনা করেন। উজ্জ্বলা যোজনার আওতায় দরিদ্র পরিবারগুলিকে সরকার বিনামূল্যে এলপিজি সংযোগ প্রদান করে। সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৯.৬ কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে।

Advertisement

PM ujjwala yojona

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা নেওয়ার জন্য কী করণীয়?

• আপনাকে pmuy.gov.in/ujjwala2.html অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

• এখানে আপনি আপনার সামনে একটি ডাউনলোড ফর্মের অপশন দেখতে পাবেন।

• এই ফর্ম ডাউনলোড করার পর প্রয়োজনীয় সকল তথ্যের বিবরণ জমা দিতে হবে।

• এই ফর্মটি এলপিজি কেন্দ্রে জমা দিতে হবে।

• সেই সঙ্গে এ সংক্রান্ত কাগজপত্রও সেখানে জমা দিতে হবে।

• এর পর নথিগুলি যাচাই করার পরে আপনি একটি এলপিজি সংযোগ পাবেন।

প্রয়োজনীয় কাগজপত্র:-

• আধার কার্ড

• রেশন কার্ড

• বিপিএল কার্ড

• বিপিএলের তালিকায় নাম

• পাসপোর্ট সাইজের ছবি

• ব্যাংকের ফটোকপি

• বয়সের সার্টিফিকেট

• মোবাইল নম্বর।

Advertisement

Related Articles

Back to top button