নিউজরাজ্য

প্রায় ৮৩ দিন পর বাংলায় আসছেন মোদী, জানুন কোন কোন এলাকা ঘুরবেন প্রধানমন্ত্রী

Advertisement
Advertisement

আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকা। এর পাশাপাশি প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে উড়িষাতেও। এই দুই রাজ্যের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আজ আসছেন নরেন্দ্র মোদী। প্রথমে তিনি কলকাতাতে আসবেন। ১০ টা থেকে ১০ টা ১৫ মধ্যে। তারপর তিনি রাজ্য সরকারের সাথে একটি বৈঠক করবেন। নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

Advertisement
Advertisement

এরপর পুরো বিধ্বস্ত এলাকাগুলি বিমানে করে পরিদর্শন করবেন। তারপর ২ টা ৩০ নাগাদ তিনি ওড়িশাতে যাবেন। সেখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সাথে। ফেব্রুয়ারির ২৯ তারিখ নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের প্রয়াগরাজ ও চিত্রকোট- এসেছিলেন। তারপর প্রায় ৮৩ দিন পর তিনি আজ বাংলায় আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি দল ওড়িশা ও পশ্চিমবঙ্গ পরিদর্শনের জন্য আসবেন বলে জানিয়েছেন ডিরেক্টর জেনারেল এস এন প্রধান।

Advertisement

বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ হাজার কোটি টাকা আমফান বিধ্বস্ত এলাকার ক্ষতিপূরণের জন্য রেখেছেন। বাংলাতে প্রায় ৭২ জনের এই ঝড়ে মৃত্যু হয়েছে। তিনি মৃতদের  পিছু আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলে জানিয়েছেন। মমতা প্রধানমন্ত্রীকে বাংলাতে এসে বর্তমান পরিস্থিতি দেখার জন্য অনুরোধ করেছিলেন। সেই কথা রাখার জন্যই প্রধানমন্ত্রী আজ আসছেন।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button