দেশনিউজ

নিজের রাজ্যে আজ কৃষকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

Advertisement
Advertisement

কচ্ছ: কেন্দ্রের প্রকাশ করার নয়া কৃষি আইনের বিরোধিতায় দীর্ঘ ১৯ দিন ধরে কৃষকদের আন্দোলন বিক্ষোভের চেহারা নিয়েছে। দিল্লির সীমান্তবর্তী এলাকা কার্যত অগ্নিগর্ভ। দফায় দফায় সরকারের সঙ্গে বৈঠক হওয়ার পরেও কোনও সমাধান সূত্র মেলেনি। কেন্দ্রীয় সরকার যেমন কৃষি আইন প্রত্যাহার না করতে অনড়, ঠিক তেমনই কৃষকরাও নিজেদের দাবিতে অনড়। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এমনকি ১৯ দিন পরে আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে কেন্দ্রকে অনশনের হুঁশিয়ারি দিয়েছে কৃষকরা। এরই মধ্যে আজ, মঙ্গলবার নিজের রাজ্য গুজরাটে কৃষকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তাঁর গুজরাটের কচ্ছে যাওয়ার কথা।

Advertisement
Advertisement

একাধিক প্রকল্পের উদ্বোধনে থাকবেন প্রধানমন্ত্রী। ভিগাকোট গ্রামে হাইড্রোক্লোরিক রিনুয়াল এনার্জি পার্কের শিলান্যাস করার কথা তাঁর। এখান থেকেই আগামী দিনে ৩০ গিগাওয়াট জ্বালানি উৎপন্ন হওয়ার কথা। এছাড়াও এই জেলায় একটি কৃত্রিম দুগ্ধ প্রকল্পেরও শিলান্যাস করবেন মোদি। ১২১ কোটি টাকার এই প্রকল্পে দৈনিক ২ লক্ষ লিটার দুধ উৎপন্ন হবে বলে জানা গিয়েছে। এরপর রয়েছে মাণ্ডভীতে পরিশুদ্ধ পানীয় প্রকল্প উদ্বোধন পর্ব। এই প্রকল্পের ফলে ৮ লক্ষ মানুষ উপকৃত হবে। সরকারি বিবৃতি অনুযায়ী, ঋতু কর্মসূচির মধ্যেই কৃষকদের জন্য সময় বের করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement

জানা গিয়েছে, তথ্য মন্ত্রকের মতে, ইন্দো পাক সীমান্তে বসবাসরত কিছু শিখ পরিবারের সঙ্গে দেখা করতে চলেছেন তিনি। লাখপত তালুকা এলাকায় ৫০০০ শিখ কৃষক বসবাস করেন। তাঁদেরই প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন তিনি। এমন পরিস্থিতিতে গুজরাটের কৃষকদের সঙ্গে কথা বলা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নিজ রাজ্য থেকে আজ প্রধানমন্ত্রী কৃষক আন্দোলন নিয়ে কী বার্তা দেন, এখন সেটাই দেখার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button