নিউজপলিটিক্সরাজ্য

ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী, যাবেন শুভেন্দুর গড়ে

Advertisement
Advertisement

নয়াদিল্লি: গতকাল, শুক্রবার (Friday) রাতে শহরে পা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। কিন্তু তার আগে বিকেল পাঁচটা নাগাদ রাজধানীর বুকে ইসরায়েল দূতাবাসের (Israel Embassy) সামনে ভয়াবহ বিস্ফোরণ (Blast) ঘটে যায়। যার ফলে স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গসফর বাতিল হয়। তবে অমিত শাহের বঙ্গসফর বাতিল হলেও ১৫ দিনের মধ্যে দ্বিতীয়বারের জন্য রাজ্যে ফের আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

Advertisement
Advertisement

বিজেপি সূত্রে খবর, আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় একটি সরকারি কর্মসূচি রয়েছে। সেখানে অংশগ্রহণ করতে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কলকাতা বিমানবন্দরের পা দেওয়ার পর শুভেন্দুর গড় হলদিয়ায় সরাসরি চলে যেতে পারেন প্রধানমন্ত্রী। তারপর সেখানে সরকারি কর্মসূচিতে যোগদান করে সেদিনই আবার দিল্লিতে ফিরে যাবেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, এর আগে গত ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যে পা রেখেছিলেন মোদি। সেবারও শুধু সরকারি কর্মসূচিতেই দেখা গিয়েছিল তাঁকে। নেতাজি ভবন, ন্যাশনাল লাইব্রেরি ঘুরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজিকে নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন মোদি। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button