দেশনিউজ

করোনা মোকাবিলায় গরিবদের জন্য নয়া তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর

Advertisement
Advertisement

করোনা সংক্রমণ কমানোর জন্য ভারতে ২১ দিনের লকডাউন ঘোষনা করা হয়েছে। এই লকডাউনের জন্য যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় এবং দরিদ্র মানুষদের জন্য ইতিমধ্যেই ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু বিশেষজ্ঞদের মোতে ভারতে এর থেকে ও বেশি অর্থের প্রয়োজন আছে। তাই শনিবার নতুন একটি তহবিল গঠনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement
Advertisement

এই তহবিলের নাম প্রধানমন্ত্রী নাগরিক সহায়তা ও জরুরি পরিস্থিতিকালীন ত্রাণ (PM CARES) এই তহবিলে প্রধানমন্ত্রী দেশের সর্বস্তরের নাগরিকদের সাহায্যের হাত বাড়িয়ে দেবার আহ্বান জানিয়েছেন। তিনি টুইট-এ লেখেন যে করোনা যুদ্ধে ভারতের সর্বস্তরের মানুষেরা সাহায্য করতে চাইছেন। তাদেরকে সম্মান জানিয়েই এই ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। তিনি দেশের সব মানুষকেই সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেছেন।

Advertisement

এরপর এই তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দেন অভিনেতা অক্ষয় কুমার। এছাড়া দেশের অন্যান্য সাধারণ মানুষেরাও সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য করছেন। কেন্দ্রের মন্ত্রীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই তহবিল মূলত গরিব মানুষদের আর্থিক সাহায্য করার জন্যই গঠন করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button