নিউজদেশ

PM Kisan Sanman Nidhi: সুখবর! ফেব্রুয়ারি মাসের এই তারিখে ১৩ তম কিস্তি পাবেন কৃষকরা, জেনে নিন কি করে করবেন স্ট্যাটাস চেক

PM Kisan স্কিমের মাধ্যমে কৃষকরা প্রতিবছরে ৬ হাজার টাকা করে পান কেন্দ্র সরকারের থেকে

×
Advertisement

২০১৯ সালের বাজেটের সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য পিএম কিষান স্কিমের ঘোষণা করেছিলেন। স্কিম অনুযায়ী দেশের প্রত্যেকটি কৃষক বছরে ৬০০০ টাকা করে পাবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। প্রত্যেক চার মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে। কৃষকদের ক্ষমতায়ন করতে কেন্দ্রীয় সরকার এই কিষান সম্মান নিধি প্রকল্প চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফেব্রুয়ারি মাসেই কৃষকরা পাবেন তাদের ১৩ তম কিস্তি। অনেকদিন ধরেই কৃষকরা তাদের এই কিস্তির অপেক্ষা করছিলেন। অবশেষে হলো সেই অপেক্ষার অবসান। ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে কৃষকদের পিএম কিষান সম্মান নিধির ১৩ তম কিস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisements
Advertisement

যদিও PM-Kisan-এর ১৩ তম কিস্তি প্রকাশের বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই এখনও অব্দি। তবে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে যে ১৩ তম কিস্তির অর্থটি ২৪ ফেব্রুয়ারি, ২০২৩-এ ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়ে যেতে পারে। জানিয়ে রাখি, একই দিনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ৮ বছর পূর্ণ হবে। আপনি যদি আপনার পিএম কিষান সম্মান নিধির স্ট্যাটাস চেক করতে চান, তাহলে মেনে চলতে হবে মাত্র কয়েকটি সহজ স্টেপ। কি করে, তা দেখে নিন এই প্রতিবেদনের শেষ অংশে।

Advertisements

PM Kishan Status Check পদ্ধতি:

Advertisements
Advertisement
  • অফিসিয়াল PM Kisan ওয়েবসাইট https://pmkisan.gov.in/ পোর্টালে যান।
  • ওয়েবসাইটের ডানদিকে একটি হলুদ রঙের ট্যাব থাকবে যাকে বলা হয় “ ড্যাশবোর্ড”, ড্যাশবোর্ডে ক্লিক করুন।
  • ক্লিক করার পর আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে।
  • গ্রাম ড্যাশবোর্ড ট্যাবে, আপনাকে আপনার সম্পূর্ণ বিবরণ পূরণ করতে হবে।
  • রাজ্য, জেলা, উপ-জেলা এবং পঞ্চায়েত অপশন নির্বাচন করুন।
  • তারপর Show বাটনে ক্লিক করুন।
  • এরপরে আপনি আপনার PM Kisan স্ট্যাটাস দেখতে পারবেন।

Related Articles

Back to top button