ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট খুললেই পেয়ে যান ১.৩০ লক্ষ টাকার সুবিধা, তাড়াতাড়ি করুন এই কাজ

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্প্রতি একটি নতুন নির্দেশিকা জারি করে এই ধরনের একাউন্টের জনপ্রিয়তা বৃদ্ধি করার কাজ চলছে

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকার ভারতের নাগরিকদের জন্য মাঝেমধ্যেই নানারকম জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসতেই থাকে। এরকমই একটি প্রকল্প হল ‘প্রধানমন্ত্রী জনধন যোজনা’। প্রধানমন্ত্রীর এই যোজনার মাধ্যমে ভারতের ৪৬.৯৫ কোটি মানুষ ব্যাংকে নিজের একাউন্ট খুলেছেন। যদি আপনিও, এই ‘জনধন যোজনা’ অনুযায়ী নিজের ব্যাংক একাউন্ট খুলে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। এই যোজনা অনুযায়ী যারা ব্যাংক একাউন্ট খুলেছেন, তাদেরকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত সাহায্য করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও এই অ্যাকাউন্ট খুললে আপনি ভাবের একাধিক সুবিধা। চলুন এই বিশেষ ধরনের অ্যাকাউন্টের ব্যাপারে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের এই বিশেষ যোজনা অনুযায়ী যদি আপনি ব্যাংক একাউন্ট খোলেন তাহলে আপনি এক লক্ষ টাকার দুর্ঘটনা বীমা পেয়ে যাবেন। তার পাশাপাশি ৩০,০০০ টাকা পর্যন্ত জীবন বীমার সুবিধাও দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। যদি দুর্ঘটনায় কোনো অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয় তাহলে তার পরিবার ১ লক্ষ টাকার বীমা কভার পেয়ে যাবেন। তার পাশাপাশি, সেই ব্যক্তির যদি সাধারণভাবে মৃত্যু হয় তাহলে তার পরিবার ৩০,০০০ টাকা পর্যন্ত বীমা কভার পেয়ে যাবেন।

Advertisement

এছাড়াও, ‘প্রধানমন্ত্রী জনধন যোজনা’ অনুসারে যদি আপনি নিজের ব্যাংক একাউন্ট করেন তাহলে আপনারা আরো কিছু সুবিধা পেতে চলেছেন। এই একাউন্টে নূন্যতম ব্যালেন্স মেইনটেইন করার কোন ঝামেলা থাকেনা। তার পাশাপাশি যদি আপনার কোন জরুরী প্রয়োজন হয় তাহলে আপনি সর্বাধিক ১০০০০ টাকা পর্যন্ত ওভার ড্রাফটের সুবিধা পেয়ে যেতে চলেছেন এই একাউন্টে। এছাড়াও আপনি খুবই সহজে নিজের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের একাউন্ট লিঙ্ক করাতে পারছেন। শুধুমাত্র আধার কার্ড নিয়ে গেলেই আপনি ব্যাংকে এই অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন। তার পাশাপাশি, এটিএম থেকেও আপনারা এই ধরনের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সুবিধা পেয়ে যাচ্ছেন।

Advertisement
Advertisement

আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড, NREGA জব কার্ড, অথোরিটি লেটার, – এর মত যে কোন একটি ডকুমেন্টের সাহায্যেই কিন্তু আপনি এই একাউন্ট খুলতে পারবেন। তবে এই একাউন্ট খোলার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে এমন কোন ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে যেখানে আপনার নাম, ঠিকানা, এবং আধার নম্বর থাকতে হবে। এছাড়াও গেজেটেড অফিসারের দেওয়া কোন চিঠি নিয়ে গেলেও এই ধরনের একাউন্ট খোলা সম্ভব, তবে সে ক্ষেত্রে ব্যাংকের তরফ থেকে আপনার ভেরিফিকেশন করা হবে।

Advertisement

Related Articles

Back to top button