প্রধানমন্ত্রীর জনধন একাউন্ট এখন সবার কাছেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একাউন্ট হয়ে উঠেছে। এখন সবাই তার কিছু না কিছু টাকা এই ধরনের ব্যাংক একাউন্টে রাখতে চান যাতে যখনি প্রয়োজন হয় আপনি নিজের প্রয়োজনে টাকা তুলতে পারেন। এই সরকারি প্রকল্পের অধীনে ৫১ কোটি মানুষ জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুলেছেন। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার এমন প্রকল্প গুলি চালাচ্ছে যা দরিদ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হচ্ছে। এর মধ্যেই কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী জন ধন যোজনা অন্যতম।
মোদি সরকারের লক্ষ্য হলো প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় প্রত্যেক অভাবী ব্যক্তির কাছে ব্যাংক একাউন্ট এর সুবিধা প্রদান করা। তাকে সরকারি প্রকল্পের সুবিধা সম্পূর্ণরূপে দেওয়ার জন্য বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। সরকারি ব্যাংকে খোলা একাউন্টে RUPAY কার্ডের সুবিধা এই মুহূর্তে দিচ্ছে সরকার এবং এর উপরে দুই লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা জনিত বীমা পাওয়া যাচ্ছে। আরো দশ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাফ্ট সীমা রয়েছে। পাসবুক এবং চেক বইয়ের মত সুবিধা দেওয়া হচ্ছে একই সাথে।
এই প্রকল্পটি চালানোর সরকারের মূল উদ্দেশ্য হলো প্রত্যেক অভাবী মানুষকে সমস্ত সুবিধা প্রদান করা। এর কারণে যেকোনো জন ধন একাউন্ট সরকারের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সুবিধার সমস্ত লক্ষ্য পূরণ করতে পারে। এই প্রকল্পে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা অটল পেনশন যোজনা এবং মুদ্রা যোজনা মত বেশ কিছু অ্যাকাউন্ট রয়েছে। এখনো অবধি যদি আপনার কাছে এই ধরনের ব্যাংক একাউন্ট না থাকে তাহলে আর চিন্তা করবেন না। আপনার কাছের ব্যাংকে গিয়ে খুব সহজেই আপনার এই কাজ করে ফেলতে পারেন আপনি