দেশনিউজ

BREAKING: ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, কি বললেন আজ মোদী?

Advertisement
Advertisement

মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। তিনি আজ বলেছেন যে করোনার বিরুদ্ধে লড়াই করছেন ভারতবাসী। করোনার বিরুদ্ধে লড়াই জনগণ দ্বারা চালিত। সবার এই লড়াই দেশকে আরও শক্তিশালী করেছে। দেশবাসী সংকল্প শক্তি দেখিয়েছে। ভবিষ্যতে করোনা নিয়ে কিছু লেখা হলে ভারতের নাম উল্লেখ থাকবে বলে জানিয়েছেন মোদী।

Advertisement
Advertisement

মোদী এর সাথে সমস্ত দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। দেশের সব রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে তাদের এই কাজের জন্য প্রশংসা করেছেন মোদী। দেশের মানুষেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কৃষকরা তাদের ফসল দেন করছেন, কেউ বাড়িতে বসে মাস্ক তৈরী করছেন। কোয়ারেন্টিনে থেকেও শ্রমিকরা স্কুলের দেওয়ালে রং করছেন যা সত্যি প্রশংসনীয়। বহু মানুষ পিএম ফান্ডে তাদের সামর্থ্য মতো দান করছেন।

Advertisement

করোনা মোকাবিলায় পুলিশদের ভূমিকা সত্যি প্রশংসনীয়। তারা যেভাবে সারাদিন রাত দেশের জন্য কাজ করে চলেছেন, মানুষদের সাহায্য করছেন তা সদর্থক ভূমিকা পালন করেছে। দেশের সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নার্সদের ধন্যবাদ জানিয়েছেন মোদী। এদের উপর কোনোরকম আঘাত বা অভব্য আচরণ করলে কড়া শাস্তি পেতে হবে বলে স্পষ্ট করে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement
Advertisement

সরকার ডিজিটাল প্লাটফর্ম তৈরী করেছে। এই প্লাটফর্মে অন্য পেশার ব্যক্তিরাও যুক্ত আছেন। কেন্দ্রের পক্ষ থেকে covidwarriors.gov.in নামক একটি প্লাটফর্ম তৈরী করা হয়েছে। তিনি আজ বক্তৃতায় মাস্ক পড়াকে অভ্যাসে পরিণত করতে বলেছেন। যত্রতত্র থুতু ফেলার কুঅভ্যাস বদলাতে বলেছেন মোদীজি। আজ দেশবাসীকে অক্ষয় তৃতীয়ার ও পবিত্র রামজানের শুভেচ্ছাও জানিয়েছেন।

Advertisement

Related Articles

Back to top button