বাংলা সিরিয়ালটলিউডবিনোদন

Pilu: পর্দার পিলু বাস্তবে ভীষণ মডার্ন, ছবি দেখেই অবাক অনুরাগী থেকে নেটজনতা

Advertisement
Advertisement

এই মুহূর্তে জি বাংলার ‘পিলু’ ধারাবাহিক দর্শকদের মন জয় করে ফেলেছে। পর্দার পিলু শুরু থেকেই মন জয় করে নিয়েছে ধারাবাহিক অনুরাগীদের। ধারাবাহিকে পিলুর চরিত্রে অভিনয় করছেন মেঘা দাঁ। ইতিমধ্যেই অভিনেত্রী হিসেবে দর্শকদের মাঝে নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছেন তিনি। তবে নৃত্যশিল্পী হিসেবেই এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। পরবর্তীকালে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন পর্দার পিলু।

Advertisement
Advertisement

Advertisement

Advertisement
Advertisement

মেঘা দর্শকদের মাঝে জি বাংলার অন্যতম জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর সূত্র ধরেই পরিচিতি পেয়েছিলেন। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকেই অভিনয়ের সুযোগ আসে তার কাছে। এই মুহূর্তে দর্শকদের মাঝে পিলু নামেই পরিচিতি পেয়েছেন তিনি। খুব অল্পসময়েই সাফল্য অর্জন করেছেন মেঘা। পর্দায় তার সাথে আহির অর্থাৎ গৌরব রায় চৌধুরীর রসায়ন রীতিমতো নজর কেড়েছে অনুরাগীদের। তাদের একসাথে জুটি হিসেবে দেখতে পছন্দ করছেন দর্শকরাও।

তবে বর্তমানের অভিনেত্রী হিসেবে মেঘা ভালোই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তবে ধারাবাহিকের পর্দায় পিলুকে একেবারে বাঙালি বউয়ের সাজেই দেখা যায়। তবে বাস্তবে ভীষণভাবে মডার্ন মেঘা। ওয়েস্টার্ন হোক কিংবা ইন্ডিয়ান যেকোনো ধরনের পোশাকে কিংবা সাজে সাবলীল অভিনেত্রী। সম্প্রতি তার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সেই সূত্র ধরেই চর্চায় পর্দার পিলু।

সুরমন্ডলকে কেন্দ্র করেই এগিয়ে চলেছে ধারাবাহিক। বসুমল্লিক পরিবারের বড় বউ হিসেবে গান করা বন্ধ তার। তবে সব বাধা পেরিয়ে আহির ও পিলু কি আবারও একসাথে গান গাইতে পারবে? সেই প্রশ্নের উত্তর পেতে গেলে দর্শকদের অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন। এই মুহূর্তে ধারাবাহিকে খুঁজে পাওয়া যাচ্ছে না রঞ্জাকে। তবে এরপর ঠিক কি হতে চলেছে? রঞ্জাই বা হঠাৎ কোথায় গেল? এরপর মল্লারের কি হবে? সমস্ত প্রশ্ন উঠছে দর্শকদের মধ্যে থেকেই। তবে এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে আরো কিছুটা অপেক্ষা করতে হবে দর্শকদের। চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

Advertisement

Related Articles

Back to top button