খেলাক্রিকেট

Cricket News: আফগানদের মারের ভয়ে ভীত পাকিস্তান, ক্রিকেটারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল পিসিবি

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে যায় পাকিস্তান। এরপর পাকিস্তানের সমর্থকরা বিভিন্ন দেহ ভঙ্গির মাধ্যমে আফগানিস্তান ক্রিকেট সমর্থকদের ব্যঙ্গ করতে থাকেন।

Advertisement
Advertisement

ক্রিকেটের দুই চির শত্রু দেশ ভারত-পাকিস্তান ম্যাচে পুরো পৃথিবী ব্যাপী যেমন উত্তেজনার সৃষ্টি হয়, ঠিক তেমনই উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে চলেছে পাকিস্তান। তবে তার আগে ক্রিকেটারদের বাড়তি নিরাপত্তার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে চিঠি লিখেছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠী মনে করেন, আফগানিস্তানের বিপক্ষে খেলতে যাওয়া কোনভাবেই নিরাপদ নয় পাকিস্তান ক্রিকেটারদের জন্য। প্রমাণ স্বরূপ তিনি ২০২২ এশিয়া কাপের কথা উল্লেখ করেছেন।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপের মেগা আসরে আফগানিস্তানের বিপক্ষে ঘটে যাওয়া ঘটনাটি আজও ভুলতে পারিনি পাকিস্তান। পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে দর্শক গ্যালারিতে আফগানিস্তানের সমর্থকদের হাতে উদুম মার খেয়েছিলেন পাকিস্তানের সমর্থকরা। আর সেই কারণে এ বছর আফগানিস্তানের বিপক্ষে খেলতে যাওয়ার আগে বাড়তি নিরাপত্তা চাইছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজম শেঠী।

Advertisement

তিনি সাংবাদিক বৈঠকে বলেন, আফগানিস্তানের কোন ভরসা নেই। ওরা ক্রিকেটে নতুন দল, তাই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের উচিত খেলোয়াড়দের সামলে রাখা। তাতেই আফগানিস্তান ক্রিকেট দলের উন্নতি ঘটবে। আপনাদের জানিয়ে রাখি, বিষয়টি মাথায় রেখে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তান এবং পাকিস্তানের দর্শকদের আলাদা গ্যালারি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত।

Advertisement
Advertisement

আমরা যদি আপনাদের ঘটনার সত্যতা জানাই, তবে রীতিমতো অবাক হবেন আপনিও। আসলে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে যায় পাকিস্তান। এরপর পাকিস্তানের সমর্থকরা বিভিন্ন দেহ ভঙ্গির মাধ্যমে আফগানিস্তান ক্রিকেট সমর্থকদের ব্যঙ্গ করতে থাকেন। বিষয়টি সীমা অতিক্রান্ত হতেই পাকিস্তানের সমর্থকদের ওপর চড়াও হন তারা। এরপর গ্যালারিতেই শুরু হয় মহাযুদ্ধ।

Advertisement

Related Articles

Back to top button