নিউজদেশ

ট্যাক্স দিতে হয় না, তাহলেও কি লিঙ্ক করতে হবে PAN Aadhaar কার্ড? জেনে নিন সময় শেষ হওয়ার আগেই

PAN Aadhaar কার্ড লিঙ্কের শেষ তারিখ ৩১ মার্চ

×
Advertisement

আয়কর দপ্তর প্যান কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট দিয়েছে যা প্রত্যেক প্যানকার্ডধারীদের জানা প্রয়োজন। নাহলে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আয়কর দপ্তর কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। এই লিঙ্ক করার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা এবং বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। আয়কর দপ্তর সূত্রে জানানো হয়েছে যে আপনি যদি ৩১ মার্চ, ২০২৩ সালের আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার উপর ১০ হাজার টাকা জরিমানা করা হবে।

Advertisements
Advertisement

যাঁদের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন হয় না, তাদের জন্যও কি ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে PAN ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। সেক্ষেত্রে উত্তরটা খুবই সহজ। কোনো নাগরিকের করযোগ্য আয় থাকুক বা না থাকুক, PAN ও আধার সংযুক্ত করে ফেলা খুবই জরুরি। না হলে আয়কর আইনের ১৩৯এএএ ধারায় ১ এপ্রিল থেকে তাঁদের PAN নম্বর নিষ্ক্রিয় হয়ে যাবে। ভারতের একটা বড় অংশের নাগরিক কিন্তু করযোগ্য আয়ের অধিকারী নন। তাঁদের মধ্যে যেমন রয়েছেন প্রবীণ নাগরিকেরা, তেমনই রয়েছেন শিক্ষার্থীরা, উপার্জনহীন মহিলা, অসংগঠিত শ্রমিক এবং নিম্নআয়ের চাকরিজীবীরা। এঁরা কেউই আয়কর রিটার্ন বা আইটিআর ফাইল করেন না। তাও তাদের সময়সীমার মধ্যে প্যান আধার লিঙ্ক করতে হবে।

Advertisements

যদি আপনি ভুলে গিয়ে থাকেন আপনি এতদিনে প্যান আধার লিংক করেছেন নাকি, তাহলে লিঙ্কিং স্ট্যাটাস জানতে এই নিম্নলিখিত ধাপগুলি মেনে চলুন:

Advertisements
Advertisement

UIDAI ওয়েবসাইটে যান https://uidai.gov.in/

“Aadhaar Services” মেনু থেকে “Aadhaar Linking Status” নির্বাচন করুন

এখন আপনার 12 সংখ্যার আধার নম্বর লিখুন এবং “স্ট্যাটাস পান” বোতামে ক্লিক করুন

এখানে আপনাকে আপনার প্যান কার্ড নম্বর, সেইসাথে ক্যাপচা কোড লিখতে হবে

আপনার PAN-Aadhaar লিঙ্কিংয়ের স্থিতি পরীক্ষা করতে “Get Linking Status” এ ক্লিক করুন

এর ওপরে, আপনি স্ক্রিনে দেখতে পাবেন যে আপনার আধার প্যানের সাথে লিঙ্ক করা আছে কি না

Related Articles

Back to top button