কলকাতানিউজরাজ্য

এবার থেকে মেট্রোয় উঠতে হলে মানতে হবে নতুন নিয়ম, জানুন খুঁটিনাটি

Advertisement
Advertisement

তৃতীয় দফার লকডাউনের শেষের দিকে ফের চালু হয়েছে যাত্রীবাহী ট্রেন পরিষেবা। প্রায় ৫০ দিন পর আবার ট্রেনগুলিতে মানুষের ভিড় হয়েছে, রেলের ট্র্যাক ধরে দৌড়েছে দূরপাল্লার ট্রেন। তবে প্যাসেঞ্জার ট্রেন এখনও শুরু করার অনুমতি মেলেনি। ট্রেনের পর এবার মেট্রোর পালা। কবে থেকে চলবে কলকাতার লাইফলাইন? এই মেট্রো পরিষেবা কবে চালু হবে, তাই নিয়ে জল্পনা তুঙ্গে। কিন্তু এর মধ্যেই মেট্রো কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি মিতে শুরু করেছে।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়করি বেশ কয়েকদিন আগে জানিয়েছিলেন যে সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই গণপরিবহন ব্যবস্থা চালু করা হবে। তবে মানতে হবে বিশেষ গাইডলাইন। এই নিয়ে মেট্রোর জিএম-র সাথে বৈঠক ও শুরু হয়ে গিয়েছে। এখন থেকে আর আগের মতো কিছুই থাকবে না। সব নিয়মকানুন বদলে যাবে। যেখানেই যেতে হবে হাতে সময় নিয়ে বেরোতে হবে। মেট্রোতে উঠতে হলে তার আগে বিশেষ কিছু গাইডলাইন মানতে হবে।

Advertisement

কি সেই গাইডলাইন, জেনে নিন –

Advertisement
Advertisement

১) শুধুমাত্র যাত্রীদের নয়, মেট্রো কর্মীদের ও মানতে হবে সমস্ত নিয়মকানুন। 

২) অবশ্যই সব ক্ষেত্রে সামাজিক দূরত্বতা বজায় রাখতে হবে। 

৩) টিকিট কাউন্টারে আর গা ঘেসাঘেসি করে দাঁড়ানো চলবে না, নির্দিষ্ট দূরত্ব মেনে লাইনে দাঁড়াতে হবে। 

৪) প্লাটফর্মের সাইট পাশাপাশি বসা যাবে না। 

৫) মেট্রোর কামরাতেও সামাজিক দূরত্ব মেনে রং দিয়ে গোল করে দাঁড়ানোর ও বসার ব্যবস্থা করতে পারে মেট্রো কর্তৃপক্ষ। 

৬) টোকেনের পরিবর্তে অন্য কিছু ব্যবস্থা নিয়ে আসতে পারে মেট্রো কর্তৃপক্ষ। 

৭) হাতে বেশ কিছুটা সময় নিয়ে বেরোতে হবে। 

৮) আর মাস্ক ছাড়া স্টেশনে ঢোকা যাবে না, মেট্রোতে ঢুকেও পরে থাকতে হবে মাস্ক। 

৯) প্রত্যেককে স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা করতে পারে মেট্রো। 

১০) মেট্রোতে অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য নতুন কিছু পন্থা আনতে পারে মেট্রো। 

 তবে কলকাতার লাইফলাইন কবে থেকে শুরু হবে, তা এখনও নিশ্চিত হয়নি।

Advertisement

Related Articles

Back to top button