ডিফেন্সদেশ

পাকিস্তান প্রতিদিন ১০-১৫ টি ড্রোন ভারতের সীমান্তে নজরদারির জন্য পাঠিয়েছে, জানালো ভারতীয় সেনাবাহিনী

Advertisement
Advertisement

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পর থেকেই পাকিস্তান প্রতিদিন ১০-১৫ টি ড্রোন ভারতের সীমান্তে নজরদারির জন্য পাঠিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আগস্ট মাসে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর এটা দিনে ১০-১৫ বার করে হলেও ডিসেম্বরে কমে দিনে ১-২ বার হয়ে যায় বলে জানিয়েছেন সেনাবাহিনীর কর্তারা।

Advertisement
Advertisement

আরও পড়ুন : যারা হোমলোন নেবেন বলে ভাবছেন SBI তাদের জন্য নতুন হোমলোন স্কীম আনলো

Advertisement

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে ৩৭০ ধারা উঠে যাওয়ার পর থেকে ৫ই আগস্ট থেকে অক্টোবরের মধ্যে প্রতিদিন গড়ে ১০-১৫ বার পাকিস্তানের ড্রোন বিএসএফ এবং স্থানীয় পুলিশের উপর নজরদারি চালায়। সেনাবাহিনী জানিয়েছে এটি পাকিস্তান সেনাবাহিনী তদারকি অনুশীলন হিসেবে ব্যবহারও করতে পারে।

Advertisement
Advertisement

সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা বলছিলেন, ‘এই ড্রোন গুলি চালানো বা নামিয়ে আনার জন্য কিছু নির্দিষ্ট অস্ত্র এবং প্রশিক্ষণের প্রয়োজন যা এখন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর কাছে পুরোপুরি ভাবে নেই। সুতরাং, ড্রোন গুলো কিজন্যে এসেছিল সেগুলো জানতে পারা সম্ভব হয়না। ড্রোনগুলি রেঞ্জের মধ্যে আসে তবেই তাদের লক্ষ্য করে তাদের নামিয়ে আনা সম্ভব।

আরও পড়ুন : নগদ টাকা জমা দেওয়ার নতুন সুবিধা আনল ব্যাংক

তবে সীমান্তের ওপার থেকে ড্রোন এপারে পাঠিয়ে দেওয়ার ঘটনা কেবল জম্মু ও পাঞ্জাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, গুজরাট সীমান্তেও এধরণের ড্রোন দেখা গেছে। মূলত তিন ধরণের ড্রোন রয়েছে যার মধ্যে স্থলভাগে একটি রিমোট দ্বারা নিয়ন্ত্রিত থাকে, একটা জিপিএস দ্বারা নিয়ন্ত্রিত এবং সর্বশেষতমটি একটি প্রিফেড ইনফরমেশন ল্যাডেন ড্রোন যেগুলোকে ধ্বংস করা শক্ত। উন্নত প্রযুক্তি লাগে ধ্বংস করতে। এই ড্রোনগুলি থেকে যে ঝুঁকির আশঙ্কা আছে সে সম্পর্কে নজর রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ড্রোন-বিরোধী প্রযুক্তি তৈরিতে কাজ করছে, জানিয়েছেন সেনাবাহিনীর এক কর্তা।

Advertisement

Related Articles

Back to top button