নিউজ

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিজেপিকে পাল্টা তোপ ওয়েসির

Advertisement
Advertisement

হায়দারাবাদ: দেশ জুড়ে এনআরসি এবং সিএএ ইস্যু নিয়ে করোনা পরিস্থিতির মধ্যে পুনরায় সোচ্চার হয়ে উঠেছে বিজেপি। এমনকি ভারতে অনুপ্রবেশকারীদের খুব তাড়াতাড়ি বের করে দেওয়া হবে বলেও দাবি করা হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এই প্রসঙ্গে হায়দরাবাদে অনুপ্রবেশ করা অনুপ্রবেশকারীদের ঘাঁটি গেড়ে বসার জন্য সবরকম সাহায্য করছে আসাউদ্দিন অযেইসি এবং তাঁর দলবল, এমন অভিযোগ করেছে বিজেপি। এর আগেও বহুবার ওয়েইসির দিকে অনুপ্রবেশকারীদের সাহায্য করার অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। তবে এবার তার থেকেও চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে। বিজেপির পক্ষ থেকে সাংসদ তেজস্বী সূর্য অভিযোগ করে বলেছেন যে, ৩০ থেকে ৪০ হাজার রোহিঙ্গা হায়দরাবাদে অনুপ্রবেশ করেছে। তাদের নাম ভোটার তালিকায় উঠে এসেছে। আর এই ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করেছেন ওয়েইসি। তবে বিজেপির করা এই অভিযোগে একেবারে চুপ করে থাকেননি তিনি। পাল্টা দাবি করেছেন তিনি।

Advertisement
Advertisement

তিনি বলেছেন, ‘ভোটার তালিকায় যদি ৩০ থেকে ৪০ হাজার রোহিঙ্গাদের নাম থাকে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা এতদিন কি ঘুমোচ্ছিলেন? এই ভিত্তিহীন অভিযোগ বারবার সুযোগ বুঝে বিজেপি করেছে। যদি ৩০ থেকে ৪০ হাজার রোহিঙ্গা ঢুকে পড়ে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এ বিষয়ে কোনও খোঁজ নেই কেন? খোঁজ তো থাকা উচিত ছিল। অনুপ্রবেশকারীদের আটকানো উচিত ছিল। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করে বলছি, ভোটার তালিকায় নাম আছে এমন এক হাজার রোহিঙ্গার নাম উনি প্রকাশ করে দেখান, তাহলেই বিজেপির করা অভিযোগের সত্যতা প্রমাণ হবে।’ এভাবেই রোহিঙ্গা, এনআরসি বা সিএএ ইস্যু নিয়ে একে অপরকে তোপ দাগছে ওয়েসি এবং বিজেপি।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button