Categories: দেশনিউজ

দিল্লীর বিষাক্ত ধোঁয়া থেকে বাঁচতে একমাত্র ভরসা ‘অক্সি বার’, পাবেন বিভিন্ন ফ্লেভারে

Advertisement

Advertisement

দিল্লি : রাজধানী দিল্লীতে বায়ুদূষণ মারাত্মক রূপ ধারন করেছে।দিল্লির আকাশ ধোঁয়াশায় স্তরে নিমজ্জিত। বাতাসে যেন বিষ মিশে রয়েছে। এখনও বিষ হাওয়া থেকে স্বস্তি পায়নি শহরবাসি।

Advertisement

আজ, শুক্রবার সরকারি সংস্থার খবর অনুসারে সামগ্রিক বায়ু মানের সূচকটি এয়ারপোর্ট এলাকায় ৯৩০ এ দাঁড়িয়েছে। দিল্লির রাজপথ এবং নয়ডাতে আজ AIQ ৭০০ এর উপরে দাঁড়িয়েছে। আজ সকালের দিকে রাজপথে ধোঁয়াশার পরিমাণ বেশি থাকায় যানজটের সৃষ্টি হয়। গাজিয়াবাদে বায়ু দূষণের মান আজ ৫০০ এর উপরে ছিল।

Advertisement

সরকারি সংস্থার খবর অনুসারে এখনও কোনও আশার আলো দেখতে পাবে না রাজধানীবাসী। পশ্চিমী রাজ্য গুলির প্রভাবে আকাশ ভরে থাকবে ধোঁয়ায়। এবার এই ধোঁয়া থেকে দিল্লীবাসী মুক্তি পাবে অক্সিবারের মাধ্যমে।

Advertisement

এবার দিল্লীর দূষন থেকে সাধারন মানুষকে রক্ষা করার জন্য ও দিল্লীবাসীকে বিশুদ্ধ অক্সিজেন দেওয়ার জন্য অক্সিপওর এক অভিনব উপায় তৈরি করেছে যার নাম অক্সি বার। এই অক্সি বারের মাধ্যমে ২৯৯ টাকায় প্রান ভরে নিশ্বাস নিতে পারবে সাধারন মানুষ। এই অভিনব পরিষেবা চালু হয়েছে দিল্লীর সাকেত এলাকায়।

দিল্লীতে দূষনের পরিমান দিনের পর দিন বেড়েই যাচ্ছে। বাতাসে ধূলিকণার পরিমান বেশি হওয়ার ফলে অসুস্থ হয়ে পড়ছে সাধারন মানুষ। এই দূষনের হাত থেকে বাঁচতে দিল্লীবাসীরা দলে দলে আসছেন অক্সি বারে। ২৯৯ টাকায় ১৫ মিনিটের জন্য পেয়ে যাবেন বিশুদ্ধ অক্সিজেন। এর সাথে রয়েছে অক্সিজেনের বিভিন্ন সুগন্ধি যেমন ইউক্যালিপটাস, ল্যাভেন্ডার, সিন্যামন, পেপারমেন্ট প্রভৃতি।

এই অক্সি ভারের অনেক সুবিধা রয়েছে, অক্সি বারে কর্মরত একজন বলেন, বিশুদ্ধ অক্সিজেন শরীরে গেলে অনিদ্রা দূর হয়। মন শান্ত হয়। এই সমস্ত কারনের জন্য অক্সিবারের চাহিদা বেড়েই চলেছে। এই চাহিদা অনুসারে দিল্লী এয়ারপোর্টেও এক অক্সিবার খোলা হবে এমনটাই পরিকল্পনা করেছে অক্সিপিওর।