টেক বার্তা

১২,০০০ টাকার কম মূল্যে লঞ্চ হল OPPO-র লেটেস্ট স্মার্টফোন, ফাস্ট চার্জিং সাপোর্টসহ রয়েছে একাধিক ফির্চাস

যদি শক্তিশালী এই স্মার্টফোনের দুর্দান্ত ডিসপ্লের কথা বলি, তবে এতে 6.56 ইঞ্চির LCD ডিসপ্লে দেখতে পাবেন আপনি।

Advertisement
Advertisement

দীর্ঘ কয়েক বছর ধরে ভারত তথা বিশ্ব বাজারে সাফল্যের সাথে ব্যবসা করে যাচ্ছে চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা OPPO। মূলত, দুর্দান্ত ডিজাইন এবং অবিশ্বাস্য ফির্চাসের কারণে OPPO-র স্মার্টফোনগুলি গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে এই স্মার্টফোন গুলির প্রারম্ভিক মূল্য অত্যাধিক হওয়ার কারণে ইচ্ছা থাকলেও অনেকেই তা ক্রয় করতে পারেন না। এবার সেই সমস্ত ব্যক্তিদের জন্য সস্তার স্মার্টফোন লঞ্চ করল চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা OPPO। ১২,০০০ টাকার কম মূল্যে গ্রাহকরা কিনতে পারবেন এই স্মার্টফোন। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, ভারতীয় বাজারে OPPO-র সবচেয়ে সস্তা স্মার্টফোনের দাম এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-

Advertisement
Advertisement

প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, OPPO A18 স্মার্টফোনটি চিনা মোবাইল প্রস্তুত করক সংস্থা UAE-র বাজারে লঞ্চ করেছিল। এবার সেই স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করার সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে OPPO। তার আগে ফোনটির একাধিক বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে। প্রথমত, দুর্দান্ত এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হচ্ছে। গ্রাহকরা চাইলে 4GB RAM এবং 128GB স্টোরেজ (১১,৪৯৯ টাকা) এবং 4GB RAM এবং 64GB স্টোরেজ (৯,৯৯৯ টাকা) ক্রয় করতে পারবেন।

Advertisement

এছাড়া যদি শক্তিশালী এই স্মার্টফোনের দুর্দান্ত ডিসপ্লের কথা বলি, তবে এতে 6.56 ইঞ্চির LCD ডিসপ্লে দেখতে পাবেন আপনি। যা 90Hz রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম। এছাড়া প্রসেসরের জন্য, এতে MediaTek Helio G85 SoC রয়েছে। যা LPDDR4x RAM এবং eMMC 5.1 স্টোরেজের সাথে আসে। যদি শক্তিশালী এই স্মার্টফোনের অবিশ্বাস্য ক্যামেরা সম্পর্কে বলি, এতে একটি 8MP রিয়ার ক্যামেরা রয়েছে এবং সেলফির জন্য, এতে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অ্যান্ড্রয়েড 13 এর উপর ভিত্তি করে কাজ করতে সক্ষম এই স্মার্টফোনে 5,000mAh-এর বিশাল ব্যাটারি প্যাক পাবেন আপনি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button