নিউজ

BIG NEWS: বাকী আর মাত্র ৩ দিন! এই কাজটি না করলে বাতিল হবে প্যান কার্ড! তাড়াতাড়ি করুন

Advertisement
Advertisement

হাতে গোনা আর কয়েকদিন মাত্র বাকী। প্যান কার্ডের সাথে আধার যোগ না করালে বহু সমস্যার সম্মুখীন হতে পারে গ্রাহকরা, কেন্দ্রের তরফে এমনটাই জানানো হয়েছে। ট্যাক্স রিটার্ন ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এমনকি বাতিল হয়ে যেতে পারে প্যান কার্ডও।

Advertisement
Advertisement

গ্রাহকরা নিজেরাই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণ করতে পারবেন নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। এই সংযুক্তিকরণের সময়সীমা আগামী ৩০ শে সেপ্টেম্বর। আগে বহুবার এই সময়সীমা বাড়ানো হলেও, এবার আর কিছুতেই সময় বাড়ানো হবে না বলেই জানিয়েছে কেন্দ্র।

Advertisement

আধার ও প্যান কার্ডের এই সংযুক্তিকরণ কীভাবে করবেন? কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, প্যান কার্ড ও আধার কার্ডের সংযুক্তিকরণের জন্য প্রথমে আয়কর দপ্তরের ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in-এ গিয়ে ‘লিঙ্ক আধার’ অপশনে গিয়ে ক্লিক করতে হবে।

Advertisement
Advertisement

এরপর একটি উইন্ডো আসবে সেখানে নির্দিষ্ট জায়গায় আধার নম্বর, প্যান নম্বর, নাম ও ক্যাপচা কোড দিতে হবে এরপরে ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করে রেজিস্টার করতে হবে। তারপরেই লিঙ্ক করতে পারবেন আধার ও প্যান কার্ড।

Advertisement

Related Articles

Back to top button