আন্তর্জাতিকদেশনিউজ

ভারতের পাশে এই দেশ! মোদীর বৈঠক নিয়ে জল্পনা!

Advertisement
Advertisement

রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দিতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও ইরানের মধ্যে এই বৈঠক চলাকালীন রাষ্ট্রসংঘে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যত ট্রাম্পের নাকের ডগায় এই রকম একটি বৈঠক ঘিরে জল্পনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।

Advertisement
Advertisement

আমেরিকা ও ইরানের মধ্যে অহি-নকুল সম্পর্কের বিষয়টি সর্বজনবিদিত। সেই প্রেক্ষাপটে এমন একটি বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

Advertisement

ইরান ও ভারতের মধ্যে এই বৈঠকে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও আঞ্চলিক পরিস্থিতি নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে বলে জানান, ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভীশ কুমার। এর আগে জুন মাসে কিরঘিজস্থানের বিস্কেতে ভারত ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে সময়ের অভাবে প্রস্তাবিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ হয়নি।

Advertisement
Advertisement

তাই এই সুযোগকে কাজে লাগালেন নরেন্দ্র মোদী। দেশের ৮০ % শতাংশ আমদানিকৃত তেলের বেশিরভাগটাই সৌদি ও ইরাক থেকে। এবার সেই তালিকায় ইরানকেও জোড়ার আগ্রহ দেখাল ভারত। প্রসঙ্গত উল্লেখ্য, ইরান থেকে তেল আমদানির মার্কিন নিষেধাজ্ঞা ২ রা মে শেষ হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button