দেশনিউজ

দেশের করোনা পরিস্থিতি ভয়ংকর পর্যায়ে, ‘জরুরি অবস্থা’-র জন্য তৈরী থাকার নির্দেশ মোদীর

Advertisement
Advertisement

দেশজুড়ে করোনা সংক্রমণ যেন হু হু করে বাড়ছে। কোনোভাবেই সামলানো যাচ্ছে না পরিস্থিতি। শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯ হাজারের বেশি। ফলস্বরূপ প্রাণহানির বিশ্ব পরিসংখ্যানে নবম স্থানে পৌঁছে গেল ভারত। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের আশঙ্কা পরিস্থিতি খুবই খারাপ হতে পারে। করোনা মোকাবিলার জন্য সমস্ত হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা কতখানি প্রস্তুত রয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি পর্যালোচনা বৈঠক করেন। এদিন সিনিয়র মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে চিকিৎসা পরিকাঠামো আরও উন্নত করার স্বার্থে আলোচনা করেন তিনি।

Advertisement
Advertisement

জানা গিয়েছে, নমুনা পরীক্ষার পরিকাঠামো বৃদ্ধির পাশাপাশি হাসপাতালের বেড এবং চিকিৎসা পরিষেবা বাড়ানোর উপায় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়৷ বিশেষ করে যে শহরগুলিতে সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি সেখানে চিকিৎসা পরিকাঠামো আরও উন্নত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার৷

Advertisement

বৈঠকটির শেষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে যে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করে ‘জরুরি পরিস্থিতির জন্য পরিকল্পনা’ তৈরি করে রাখতে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত আধিকারিকদের। সরকারের নিযুক্ত বিশেষজ্ঞ কমিটিগুলি বিভিন্ন শহর এবং জেলার হাসপাতাল এবং বেডের সম্ভাব্য চাহিদা অনুযায়ী তালিকা তৈরি করবেন বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement

এদিকে করোনা সংক্রমণ গোটা দেশে ক্রমাগত জটিল আকার ধারণ করছে৷ গত চব্বিশ ঘণ্টায় তৈরি হয়েছে নতুন রেকর্ড। আরও ১৪ হাজার নতুন সংক্রমিতের খোঁজ মিলেছে৷ এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ এভাবেই চলতে থাকলে ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হবে গোটা দেশ।

Advertisement

Related Articles

Back to top button