কলকাতানিউজরাজ্য

ফের রাজ্যজুড়ে ধেয়ে আসছে কালবৈশাখী, পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

Advertisement
Advertisement

কিছুদিন আগেই ভয়ংকর ঘূর্ণিঝড় ‘আমফান’ এর মুখোমুখি হয়েছে রাজ্যবাসী। প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্থ হয়েছে বিভিন্ন এলাকা। এরপর ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। এই সপ্তাহের শেষের দিকেই ধেয়ে আসতে পারে কালবৈশাখী। উত্তরবঙ্গের তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই জেলাগুলিতে সপ্তাহের শেষের দিকেই শুরু হতে পারে বৃষ্টি। এছাড়া সিকিম এবং ভুটান সীমান্তেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

Advertisement

জানা গিয়েছে, দক্ষিণী ও পূবালী হাওয়ার মিলিত প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে এই রাজ্যে। এরফলে উত্তরবঙ্গের সাথে সাথে দক্ষিণবঙ্গেও হতে পারে ঝড়বৃষ্টি। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে কালবৈশাখী হওয়ারও সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য, আজ সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। ধূপগুড়ি, বানারহাট, বিন্নাগুড়ির একাধিক জায়গায় জল জমে বিপর্যস্ত হয়েছে জনজীবন।

Advertisement
Advertisement

অন্যদিকে প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’ এর প্রভাবে বিপর্যস্ত হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকার জনজীবন। এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বিদ্যুৎ, পানীয় জলের অভাবে প্রচন্ড সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ।

Advertisement

Related Articles

Back to top button