দেশনিউজ

করোনার জেরে বন্ধ উত্তর সিকিম ভ্রমণ

Advertisement
Advertisement

বিদেশি পর্যটকের প্রবেশে নিষেধাজ্ঞা তো আগে থেকেই ছিল এবার দেশের অন্য রাজ্যের পর্যটকদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হল সিকিমে। গত ৫ মার্চ থেকে বিদেশি পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা জারি করেছিল সিকিম সরকার।

Advertisement
Advertisement

করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে দিন দিন আতঙ্ক গ্রাস করছে ভারতের নাগরিকদেরও। করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে তাই বিভিন্ন রকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আর সেই কারনেই এবার উত্তর সিকিমে বেড়াতে যাওয়া যাবে না বলে জানানো হল, রেড পাণ্ডা ফেস্টিভ্যালও (Red Panda Festival) বন্ধ করে দেওয়া হয়েছে করোনা আতঙ্কে।

Advertisement

আরও পড়ুন : করোনা আতঙ্কে জারি সরকারি নির্দেশ, কেরালায় বন্ধ সমস্ত সিনেমা হল

Advertisement
Advertisement

উত্তর সিকিমের দুই জুমসা অর্থাৎ লাচুং জুমসা আর লাচেন জুমসা যা সিকিম সরকার স্বীকৃত ‘লোকাল সেলফ গভর্নমেন্ট’ মিলিত সিদ্ধান্তে উপনিত হয়েছে যে করোনাভাইরাসের সংক্রমণের সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সেজন্য দেশের কোনো অঞ্চলের পর্যটক বা শ্রমিকরা বর্তমানে যেতে পারবে না সিকিমে। লাচুং জুমসা নিষেধাজ্ঞার তারিখ জানিয়ে দিয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি রাখা হবে বলে জানানো হয়েছে কিন্তু লাচেন জুমসা নিষেধাজ্ঞা কতদিন পর্যন্ত থাকবে তা জানায়নি।

ভারতের বিভিন্ন প্রান্তে করোনা আক্রমন ছড়িয়ে গেলেও সিকিমে এখনো পর্যন্ত করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি। বিদেশের পর্যটকদের থেকে ভাইরাস ছড়ানোর আশঙ্কায় থেকে আগেই তাদের পর্যটনে নিষেধাজ্ঞা জারি করেছিল সিকিম সরকার। পূর্ব, পশ্চিম আর দক্ষিণ সিকিমে আপাতত কোন নিষেধাজ্ঞা জারি না হলেও ভবিষ্যতে হতে পারে এমনটাই মনে করা হচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button