অফবিটদেশ

নয়ডার দম্পতি ২৬,৫০০ প্লাস্টিকের বোতল দিয়ে পাহাড়ের উপরে বানালেন বাড়ি

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : আমরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি এখন প্লাস্টিকের তৈরি বোতল দিয়ে নানান রকমের জিনিস তৈরি করা হচ্ছে। পৃথিবীকে বসবাসের যোগ্য করে তোলার জন্য অনেক মানুষই আপ্রান নানান রকম কাজ করতে চেষ্টা করছেন। দীপ্তি শর্মা এবং অভিষেক আনান্দ বিশ্বাস করেন যে, একটা কোন পদক্ষেপ নেওয়া উচিত পরিবেশ দূষণের বিরুদ্ধে।

Advertisement
Advertisement

Advertisement

দীপ্তি একটি স্কুলের শিক্ষিকা, বিয়ের পরে তিনি দেখতে পান যে, তারা প্রতিবছরই পাহাড়ে বেড়াতে যেতেন একবার তারা পাহাড়ে বেড়াতে গিয়ে লক্ষ্য করেছেন যে, পাহাড়ের উপর জমা করে রাখা আছে প্লাস্টিকের জঞ্জাল। দীপ্তি জানালেন, এগুলো হয় কারণ আশেপাশে যে নালা নর্দমা গুলি থাকে সেগুলো ভেসে গিয়ে প্লাস্টিকের সমস্ত জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে পড়ে।

Advertisement
Advertisement

তারা সে সমস্ত মানুষের দলে পড়েন না যারা এই নিয়ে সমালোচনা করে, তারা কিন্তু এই সমালোচনা থেকে বাইরে বেরিয়ে এই সমাধানের একটা পথ তৈরি করেছেন। প্লাস্টিকের বোতল দিয়ে তারা থাকার জায়গা তৈরি করেছেন এবং শুধুমাত্র প্লাস্টিক নয় এই বাড়িটি তৈরি করার জন্য তারা ব্যবহার করেছেন পুরনো টায়ার। দীপ্তি বলেন, তার এক বোন থাকে US এ সেও তাদেরকেই কাজে অনেকটা সাহায্য করেছেন। তিনি আফ্রিকার মানুষের এরকম প্লাস্টিকের জিনিসপত্র দিয়ে বাড়ি তৈরির কথা তাদের কে বলেন। এভাবেই তাদের বাড়ি তৈরীর ভাবনাটা চলে আসে। এই দম্পতিরা তারা আগে থেকেই ঠিক করে নিয়েছিল একটি জমি কেনার। নৈনিতাল এর কাছে তার একটি জমি কেনেন। কয়েক বছর আগে তারাই বাড়ি তৈরির কাজটি শুরু করে। এই বাড়িটি থেকে আর দশ মিনিট হাটা পথেই রয়েছে গাড়ি পার্ক করার ব্যবস্থা। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরি করে এই দম্পতি আঞ্চলিক প্রশাসনকে এটাই দেখাতে চেয়েছে যে মানুষ চাইলে কিনা করতে পারে। পাবলিক টয়লেট থেকে বাসের শেল্টার সমস্ত কিছু প্লাস্টিক দিয়ে বানানো যেতে পারে, এমনটাই ধারণা দীপ্তির। বাড়িটির মধ্যে রয়েছে চারটি শোয়ার ঘর দুটো বাথরুম। ঘরটি পুরোটাই বানানো হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে। এই বাড়িটি শুধু থাকার জন্যই যে উপযুক্ত তা নয় এই বাড়িটিতে ১০০ শতাংশ বৃষ্টির জল ধরে রাখার ক্ষমতা রয়েছে এমনটাই জানিয়েছে অভিষেক।

এই দম্পতিকে কুর্নিশ জানাতে হয় তাদের এই অনবদ্য চিন্তার জন্য। প্লাস্টিক দূষণের জন্য আজ পৃথিবী বিপর্যস্ত হয়ে পড়েছে। পৃথিবী থেকে একেবারে সমস্ত প্লাস্টিক কে সরিয়ে ফেলা কখনোই সম্ভব না কিন্তু এইভাবে যদি প্লাস্টিকের পুনর্ব্যবহার করা হয় তাহলে হয়তো খানিকটা কমতে পারে। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে বাড়িতে প্লাস্টিকের বোতল ব্যবহার করা বন্ধ করতে হবে। তার জায়গায় পুরনো দিনের পদ্ধতি যেমন মাটির কলসি, স্টিলের গ্লাস, বাইরে জলের বোতলের জন্য ব্যবহার করা যেতেই পারে একটু খরচ পড়লেও এখন নতুন করে তৈরি হচ্ছে বাঁশের বোতল, ব্যবহার করলে পরিবেশ অনেক বেশি সুস্থ থাকবে।

Advertisement

Related Articles

Back to top button