দেশনিউজপলিটিক্স

বিহারে বাড়ল নীতিশ মন্ত্রিসভা, শপথ নিলেন সুশান্ত সিং রাজপুতের ভাই

×
Advertisement

পাটনা: গত বছর নভেম্বরের (November) শেষে বিহারে (Bihar) ক্ষমতায় এসেছে এনডিএ (NDA) জোট। নীতীশ কুমার (Nitish Kumar) মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার ৮০ দিন পর মন্ত্রিসভা বৃদ্ধি ঘটল। আজ, মঙ্গলবার (Tuesday) দুপুরে মন্ত্রী হিসাবে শপথ নিলেন ১৭ জন। যার মধ্যে সবচেয়ে বড় চমক বিজেপি (BJP) নেতা শাওনওয়াজ হুসেন।  এদিন মন্ত্রি হিসাবে শপথ নিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) খুড়তুতো দাদা নীরজও।

Advertisements
Advertisement

এবারের বিহার বিধানসভা ভোটে এনডিএ জোটে বিজেপি পেয়েছে ৭৪টি আসন। জেডিইউ-এর দখলে ছিল ৪৩টি আসন। এনডিএর দখলে থাকা ১২৫টি আসনের মধ্যে নীতীশের মন্ত্রিসভায় এতদিন ছিল ১৪ জন মন্ত্রী। তবে এদের মধ্যে কোনও মুসলিম প্রতিনিধি ছিলেন না। মঙ্গলবার কিন্তু সবার প্রথমে নীতীশ মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপি নেতা শাওনওয়াজ হুসেন। উর্দুতে শপথবাক্য পাঠ করেন শাওনওয়াজ। এরপরেই শপথ নেন শ্রবণ কুমার। তিনি নীতীশ কুমারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। এদিন শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে ৯ জন বিজেপির। বাকি ৭ জন জেডিইউ। এছাড়া একজন নির্দল সদস্য রয়েছে।

Advertisements

প্রায় ২০ বছর পর শাওনওয়াজ হুসেন মন্ত্রী হিসাবে শপথ নিলেন। নিজের রাজ্যে কাজ করতে পারবেন বলে তিনি খুব খুশি, প্রতিক্রিয়া দেন শাওনওয়াজ। এর আগে অটল বিহারী সরকারে নীতীশ এবং শাওনওয়াজ একসঙ্গে কাজ করেছিলেন। মন্ত্রিসভায় স্থান পেয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের খুড়তুোত ভাই। বিজেপির টিকিটে মন্ত্রী হলেন নীরজ সিং বাবলু। বিহারের ছত্রপুরের বিধায়ক নীরজ। সুশান্তকে খুন করা হয়েছিল, দাবি করেছিলেন নীরজ। ২০০৫ সালে রাজনৈতিক জীবন শুরু করেন নীরজ। সেবার রাঘোপুর থেকে বিধায়ক হন তিনি। এরপর ২০১০, ২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনেও জেতেন তিনি। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button