বলিউডবিনোদন

আম্বানির ছোট পুত্রবধূ রাধিকা দেখতে খুব সুন্দর, শাশুড়ি নীতা আম্বানির চেয়ে দামি শখ আছে (PHOTO)

×
Advertisement

মুকেশ আম্বানি ব্যাবসার দুনিয়ার একটি বড় নাম। পৃথিবীর অন্যতম সফল ব্যাবসায়ী তিনি। তার টেলিকম সংস্থার শাখাপ্রশাখা ছড়িয়ে রয়েছে গোটা দেশ জুড়ে। ব্যাবসার কারণে হোক কিংবা পারিবারিক কারণে কোনো না কোনো ছুতোতে মিডিয়ার নজরে সবসময় থাকে আম্বানি পরিবারে উপর। আম্বানি পরিবার সংক্রান্ত কোনো খবরই মিডিয়ার চোখ এড়ায়না। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তাদের নিয়ে কোনো না কোনো খবর চোখে আসে।

Advertisements
Advertisement

মুকেশ আম্বানি ও নিতা আম্বানির ৩ সন্তান – ইশা , আকাশ , অনন্ত । ইশা ও আকাশের বিয়ে হয়েছে আগেই। বাকি ছিলেন শুধু অনন্ত আম্বানি। বেশ কয়েকদিন আগে তারও বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রাধিকা বণিকের সাথে। অবশ্য সেই ঝলকও ভাইরাল হয়েছিল গোটা নেটদুনিয়ায়।

Advertisements

শ্রীনাথজির মন্দিরে রাধিকা বণিকের সাথে বাগদাঊ পর্ব সেরেছেন আম্বানি পুত্র। রাধিকা বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের কন্যা। বীরেন মার্চেন্ট এনকোর হেলথ কেয়ারের সিইও। ছোট থেকেই রাধিকার সাথে পরিচয় অনন্তর। উল্লেখ্য, রাধিকা একজন সেলস এক্সিকিউটিভ হওয়ার পাশাপাশি একজন দক্ষ শাস্ত্রীয় নৃত্যশিল্পীও। তিনি যে নিতা আম্বানির থেকেও অনেক বেশি সুন্দর, তা নিয়ে সন্দেহ নেই অধিকাংশ। অবশ্য সেকথা তাকে দেখলেই স্পষ্ট হয়।

Advertisements
Advertisement

সম্প্রতি একটি ছবির সূত্র ধরেই চর্চিত রাধিকা। খুব সম্প্রতি আবু জৈন ও সন্দীপ খোলসা আয়োজিত একটি অনুষ্ঠানে দেখা মিলেছে অনন্ত পত্নীর। এদিন সাদা রঙের ডিজাইনার জমকালো লেহেঙ্গায় ছিলেন রাধিকা। সাথে পরেছিলেন মূল্যবান গয়নাও। এই অনুষ্ঠানে তিনি যে নজর কেড়েছেন, সেকথা ছবিতে নজর রাখলেই বোঝা যাবে। বলাই বাহুল্য, এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নেটনাগরিকদের একাংশের মত, রাধিকা অনেক বেশি সৌখিন নিতা আম্বানির থেকে। পাশাপাশি তার শখের বহরও টেক্কা দিতে পারে নিতা আম্বানিকে।

Related Articles

Back to top button