Today Trending Newsদেশনিউজ

২০ শে মার্চ ‘ন্যায় দিবস’ হিসাবে পালন করা হোক

Advertisement
Advertisement

দীর্ঘ সাত বছরের বেশি লড়াইয়ের পর আজ খুব খুশি নির্ভয়ার মা ও বাবা। শুধু তার মা, বাবা নয়, খুশি আজ পুরো দেশ। আর সবচেয়ে বেশি খুশি নির্ভয়া। নৃসিংশ অত্যাচারের শিকার সে, মৃত্যুমুখে গিয়েও সে দোষীদের কঠোর শাস্তি চেয়েছিলো। এতো বছর আইনি জটিলতা কাটিয়ে আজ ভোরে চার অভিযুক্তের ফাঁসি দিলো আদালত।

Advertisement
Advertisement

নির্ভয়ার বাবা অবশ্য বলেছেন যে আজকের এই দিনটা ‘ন্যায় দিবস’ হিসাবে গণ্য করা হোক। ফাঁসির পর তিনি বলেছেন যে ন্যায় পাবার লড়াই ছিল মানসিক  যন্ত্রণাদায়ক। নির্ভয়ার মা মিডিয়ার সামনে বলেছেন যে তিনি তার মেয়ের ছবি জড়িয়ে এই ন্যায়ের কথা জানিয়েছেন। তিনি আইন এবং সরকারকে অসংখ্য ধ্যনবাদ দিয়েছেন। তিনি যে ভারতের আইনের প্রতি বিশ্বাস রেখেছিলেন, সেই বিশ্বাস আজ পূর্ণ মর্যাদা পেলো।

Advertisement

আর পড়ুন : ‘দেশের মেয়েরা ন্যায়বিচার পেল’, বললেন নির্ভয়ার মা

Advertisement
Advertisement

তিনি আরো বলেছেন,”নির্ভয়ার মা হিসাবে তিনি গর্ববোধ করেন। নির্ভয়া অনেক লড়াই করেছিল। তিনি এই লড়াইয়ের শেষ দেখার জন্য অপেক্ষা করেছিলেন।  ভারতের আইন পদ্ধতি ধীর হলেও আজ চার অভিযুক্তই ফাঁসির সাজা পেয়েছে। যা অন্যদের নিশ্চয়ই শিক্ষা দেবে।” তিনি আরো বলেন যে তার মেয়ের সব স্বপ্ন তিনি পূরণ করতে পারেন নি কিন্তু এই ন্যায় দেশের অন্য মেয়েদের ক্ষেত্রে সাহস যোগাবে।

Advertisement

Related Articles

Back to top button