ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বড় ঘোষণা করবে সরকার, সেভিংস অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে কর সুবিধা

আগামীকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী বাজেট পেশ করতে যাচ্ছেন

Advertisement
Advertisement

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছেন। এই বাজেট থেকে মানুষের প্রত্যাশা অনেক। জনগণের সঞ্চয় অ্যাকাউন্টে প্রাপ্ত সুদের উপর করের সীমা বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। তবে পাশাপাশি, করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা হবে বলেও আশা করা হচ্ছে। ষষ্ঠবারের মতো বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট। কারণ এ বছরই নির্বাচন হতে যাচ্ছে।

Advertisement
Advertisement

নতুন সরকারের পরই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। গত লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে মোদী সরকার। সে কারণেই এবারের অন্তর্বর্তী বাজেটে মোদি সরকার অনেক নতুন ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে।

Advertisement

নিয়ম কি বলে জেনে নিন

Advertisement
Advertisement

আয়কর ১৯৬১-এর ধারা 80TTA অনুসারে, ৬০ বছরের কম বয়সী যে কোনও ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার, সমবায় সমিতি বা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট সুদ পায়। সেখানেই, এক বছরের মেয়াদে সঞ্চয় অ্যাকাউন্টে রাখা অর্থের উপর প্রাপ্ত সুদ, ১০,০০০ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। তবে এবারের বাজেটে সরকার জনগণকে স্বস্তি দিতে গিয়ে করমুক্ত সুদের সীমা বাড়াতে পারে বলে আশা করা হচ্ছে।

ধারা 80TTA-এর এই ছাড় সরকার ২০১২ সালে ছোট বাজেটের প্রচারের লক্ষ্যে শুরু করেছিল। এরপর থেকে এই সীমার কোনো পরিবর্তন হয়নি। সেভিংস অ্যাকাউন্টে খুব কম হারে সুদ দেওয়া হয়, যা ৩ থেকে ৪ শতাংশের মধ্যে। অন্যদিকে, অনেক বেসরকারী ব্যাঙ্কও সেভিংস অ্যাকাউন্টে ৭ শতাংশ সুদ প্রদান করে যদি নির্দিষ্ট সীমার বেশি পরিমাণ জমা হয়।

Advertisement

Related Articles

Back to top button