আন্তর্জাতিকনিউজ

স্বস্তির খবর, আবিষ্কার হল করোনাভাইরাসের টিকা! দাবি বিজ্ঞানীদের

শুক্রবার নাইজেরিয়ান ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসের ভ্যাকসিন তাঁরা আবিষ্কার করেছেন।

×
Advertisement

করোনা ভাইরাসের সংক্রমণের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। যত দিন গড়াচ্ছে ততই জটিল হচ্ছে। সারা বিশ্বের গবেষকরা এর প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করলেও এখনও কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। কিন্তু এবার সারা বিশ্বের মানুষের কাছে চমকে দেওয়া তথ্য আনল নাইজেরিয়া। এই দেশের বিজ্ঞানীরা করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করেছেন বলে দাবি করেছেন। শুক্রবার নাইজেরিয়ান ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসের ভ্যাকসিন তাঁরা আবিষ্কার করেছেন। কিন্তু এই ভ্যাকসিন এখন কেবল আফ্রিকার আক্রান্তদের দেওয়া হবে। পরে বিশ্বের অন্যান্য দেশে পৌঁছে দেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।

Advertisements
Advertisement

এই ভ্যাকসিন আবিষ্কারক দলের প্রধান গবেষক ও মেডিক্যাল ভাইরোলজি স্পেশালিস্ট ড. ওলাদিপো কোলাওলে জানিয়েছেন যে এই টিকাটির কোনো নাম এখনও ঠিক হয়নি। এই ভ্যাকসিনটি সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে আরও ১৮ মাস সময় লাগবে। চিকিৎসকদের আরও পরীক্ষা, রিসার্চ প্রয়োজন। এছাড়া বিশেষজ্ঞদের পরামর্শ ও অনুমতির প্রয়োজন আছে। আর তারপরেই এই ভ্যাকসিন বিশ্বের অন্যান্য দেশের কাছে পৌঁছে দেওয়া হবে।

Advertisements

তিনি আরও জানিয়েছেন যে এই ভ্যাকসিন আবিষ্কারক দলের গবেষকরা আফ্রিকার বিভিন্ন এলাকা থেকে করোনার জিনোম সিকোয়েন্স সংগ্রহ করেছেন। আর এগুলির ভিত্তিতেই টিকা তৈরী করা হয়েছে। তিনি এটাও বলেছেন যে এই ভ্যাকসিনটি একদম খাঁটি। বহুবার যাচাই করার পরই এই ভ্যাকসিন সম্পর্কে সারা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। সারা বিশ্বে  যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেক্ষেত্রে এই মারণ ভাইরাসের রাশ টানার জন্য ভ্যাকসিন আবিষ্কার করার বিশেষ প্রয়োজন আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button