দেশনিউজ

পুলওয়ামা কাণ্ডের মূলচক্রী মাসুদ আজহার, এমনটাই দাবি NIA-র

Advertisement
Advertisement

পুলওয়ামা: দিনটা ২০১৯এর ১৪ই ফেব্রুয়ারী, পুলওয়ামার দগদগে ক্ষত আমাদের প্রত্যেক ভারতীয়দের জীবনে কালো দাগ ফেলে গেছিলো। এক বছরের বেশি সময় পেড়িয়ে গেলেও আজও সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছে প্রত্যেক ভারতবাসী। বিশেষত সেই স্মৃতি কুঁড়ে খাচ্ছে শহীদদের পরিবারকে। অবশেষে সেই পুলওয়ামা কাণ্ডের “মাস্টার মাইন্ড” খুঁজে বার করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।

Advertisement
Advertisement

আর এই ঘটনার দেড় বছর পর এন আই এ জ‌ইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার ও তার ভাই রউফ আশগারের নাম মুলচক্রী হিসেবে দিয়ে কোর্টে চার্জশিট জমা দিতে চলেছে ।এনআইএর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সোনিয়া নারাং এই দীর্ঘ চার্জশিট জম্মু কোর্টে জমা করবেন বলেও জানিয়েছেন ।জইশ প্রধানের সঙ্গে সঙ্গে সেই চার্জশিটে মোট ২০ জনের নামও রয়েছে । ইতিমধ্যেই ওই চার্জশিট ঘেঁটে সেখান থেকে হামলার নানা ছক্ ও পরিকল্পনা থেকে বাস্তবায়ন সবকিছুর তথ্য ও মিলেছে।

Advertisement

হোয়াটসঅ্যাপ চ্যাট, বিস্ফোরকের ছবি,কল রেকর্ডিং,সহ উমর ফারুকের ফোন থেকে পাওয়া একাধিক জিনিস। এমনকি এইঘটনার পর এইটা সন্ত্রাসবাদীদের নানা ছবি কথাবার্তা সব কিছুও মিলেছে। পাশাপাশি তাঁদের কথার নানা ভিডিও সব কিছুই মিলেছে।

Advertisement
Advertisement

হামলার অন্যতম মাথা ছিলো জইশ কমান্ডার উমর ফারুক। তাকে অবশ্য মার্চ মাসেই কামরানের সঙ্গে এনকাউন্টারে একে খতম করেছে সেনা।এইসব তথ্য থেকে জানা গিয়েছে আদিল আহমেদ নামক একজন, পুলওয়ামায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ করেছিল সিআরপিএফের কনভয়ে। এমনকিমহাম্মদ ইকবাল রাদার- সহ সেই চার্জশিটে নাম রয়েছে আরও একাধিক দুষ্কৃতীর।

 

 

Advertisement

Related Articles

Back to top button