নিউজদেশ

Newtown flat: নিউটাউনে মিলছে মাত্র ৯৯৯ টাকায় ফ্ল্যাট, চাকরিজীবিদের জন্য রয়েছে দারুন সুযোগ

রাজারহাট ও নিউটাউনের এই আইটি হাবে যারা বাইরে থেকে কাজ করতে আসেন, তাদের জন্যই এই পরিকল্পনা

Advertisement
Advertisement

এবারে যারা শহর ও শহরতলীতে কাজের সুত্রে থাকেন তাদের জন্য নতুন স্কিম নিয়ে এলো HIDCO। কলকাতার একাধিক আইটি পার্ক এলাকায় অনেক জায়গা থেকেই কাজ করতে আসেন লোকে। সেই কর্মরতদের জন্যই নতুন স্কিম নিয়ে এসেছে HIDCO। সাধারণ বেসরকারি সমস্ত অফিসেই অনেক রকমের শিফট থাকে। অনেককেই অনিয়মিত শিফটে কাজ করতে হয়। সেই সময়ে তাদেরকে বাড়ি ফিরতে একাধিক সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময়েই এই এলাকায় রাত্রে গাড়ি পাওয়া যায়না। তাই অনেকেই সহজে বাড়ি যেতে পারেন না। তাই তাদের জন্যই এসেছে এই স্মার্ট কানেক্ট ফ্ল্যাট। এই ফ্ল্যাট এমন কোনো গ্রাহক কিনতে পারবেন, যিনি এই জায়গায় কাজের সূত্রে রয়েছেন অথবা কাজ পেয়েছেন। সহজেই ভাড়া নিয়ে এই ফ্ল্যাট ব্যবহার করতে পারবেন সকলেই।

Advertisement
Advertisement

HIDCO এই এলাকায় একাধিক ফ্ল্যাট তৈরি করছে। ৫৩ হাজার বর্গফুট এরিয়ায় ২ একর এলাকাজুড়ে এই ফ্ল্যাট কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই ফ্ল্যাট সহজেই আপনি ভাড়া নিতে পারবেন। নিউটাউনের এই স্মার্ট কানেক্ট প্রজেক্টের মধ্যে দুটি হাউজিং ব্লক রয়েছে। এর মধ্যে একটি হলো কো-ওয়ার্কিং স্পেস। এই ব্লকে রয়েছে ৩৩০টি ওয়ার্ক স্টেশন। রয়েছে আরো কিছু, রয়েছে পার্কিং স্পেস। এই পার্কিং এরিয়ায় ১০০টি গাড়ি পার্ক করা যাবে।

Advertisement

৩,০০০ বর্গফুটের এই কো ওয়র্কিং স্পেসে আপনারা পাবেন ব্যাঙ্কোয়েট হল। এখানে মিটিং, কনফারেন্স আয়োজন করা যাবে। এছাড়াও একটি ৬,০০০ স্কোয়ার ফিটের একটি ওপেন হল এরিয়া রয়েছে। এছাড়াও আছে শীততাপ নিয়ন্ত্রিত মাল্টি জিম, ওয়েলেনস সেন্টার, ইনডোর গেম রুম, লাইব্রেরী, ৫২ আসনের একটি ক্যাফেটেরিয়া এবং আরো অনেক কিছুই। ২৪ ঘন্টার জন্য লন্ড্রি পরিষেবা পাওয়া যাবে।

Advertisement
Advertisement

দুপুর ১২ টা থেকে পরের দিন সকাল ১১ টা পর্যন্ত এই ফ্ল্যাট ভাড়া নেওয়া যাবে। প্রতিদিন আপনার ৯৯৯ টাকা খরচ পড়বে। এই টাকার দিকে জিএসটি যোগ করলে তারপর যে টাকা দাঁড়াচ্ছে সেটা আপনাকে দিতে হচ্ছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মিলবে প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে। আর যদি একমাসের জন্য এই ফ্ল্যাট বুক করতে হয় তাহলে ১৪,৯৯৯ টাকা দিতে হবে। এর সাথে নেওয়া হবে GST চার্জ

Advertisement

Related Articles

Back to top button