দেশনিউজ

রেশন কার্ড গ্রাহকদের জন্য নতুন স্কিম এনেছে সরকার, কি সেই স্কিম?

Advertisement
Advertisement

বাতিল করা হয়েছে ৩ কোটি রেশন কার্ড। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান জানিয়েছেন যে রেশন কার্ড ডিজিটাল করার সময় ও আধার সংযুক্তকরণের সময় ৩ কোটি রেশন কার্ড জাল করা হয়েছে। এবার সেই কার্ডগুলিকেই বাতিল করেছে কেন্দ্র। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আধার কার্ড ও রেশন কার্ড লিঙ্ক করতে হবে। এই লিঙ্ক করা নেই বলেও বহু কার্ড বাতিল করা হয়েছে।

Advertisement
Advertisement

সরকার অভিযোগ করেছে বেশ কিছু জাল কার্ড দিয়ে বিনামূল্যে রেশন নেওয়া হচ্ছে। সেই কার্ডগুলিকে চিহ্নিত করে বাতিল করা হয়েছে। যাদের রেশন কার্ড বাতিল হয়েছে তাদেরকে খাদ্য বিভাগে গিয়ে পুরো বিষয় জানাতে হবে। সেখানে গিয়ে আধার ও রেশন কার্ড দেখাতে হবে। আধারের সাথে রেশন কার্ড লিঙ্ক করাতে হবে। তারপর নতুন রেশন কার্ড পাওয়া যাবে।

Advertisement

রামবিলাস পাসওয়ান জানিয়েছেন রেশন কার্ড পোর্টেবিলিটি স্কিং চালু করা হয়েছে। এর মানে পয়লা জুন থেকে চালু করা হচ্ছে এক রাষ্ট্র এক রেশন যোজনা স্কিম। এই স্কিমের জন্য পুরানো ও নতুন রেনকার্ড হোল্ডাররা দেশের যে কোনও জায়গা থেকে যে কোনও রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button