টেক বার্তা

অফারের বন্যা নভেম্বর মাসে, এই SUV গুলোতে থাকছে ৩.৫ লাখের বাম্পার ডিসকাউন্ট

নভেম্বর মাসে আপনি যদি এই গাড়িগুলি কেনেন তাহলে আপনার কাছে রয়েছে কম দামে গাড়ি কেনার সুযোগ

Advertisement
Advertisement

উৎসবের মৌসুম চলছে একেবারে জোর কদমে আর এই মৌসুমে প্রত্যেকটি কোম্পানি তাদের গ্রাহকদের দিচ্ছে দারুন দারুন কিছু ডিসকাউন্ট অফার। প্রতিবছর দীপাবলি এবং ধনতেরাস উপলক্ষে গাড়ি নির্মাতা কোম্পানিগুলি নিয়ে আসে দারুণ দারুণ কিছু অফার যেগুলি দেখলে আপনারও চক্ষু চড়কগাছ হয়ে যাবে। এবারেও তার অন্যথা হলো না। ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি মাহিন্দ্রা, মারুতি সুজুকি, জিপের মতো কোম্পানি গুলি তাদের গাড়ির উপরে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে এই পুজোর মরশুমে। এই সময়ের মধ্যে যদি আপনি গাড়ি কিনতে পারেন তাহলে আপনার হবে বিরাট লাভ। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন গাড়ির উপরে আপনারা পাচ্ছেন সব থেকে বেশি ডিসকাউন্ট এবং কোন গাড়ি এই মুহূর্তে আপনার কেনা উচিত।

Advertisement
Advertisement

১. Maruti suzuki jimny

Advertisement

ভারতীয় গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকির জিমনি গাড়িটিতে এখন আপনি এক লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। মাহিন্দ্রা থারের বিকল্প হিসেবে লঞ্চ করা এই গাড়ির এন্টি লেভেল জিটা ভেরিয়েন্টে ৫০০০০ পর্যন্ত নগদ ছাড় এবং ৫০,০০০ এর এক্সচেঞ্জ বোনাস আপনি পাচ্ছেন।

Advertisement
Advertisement

২. Jeep Compass, Jeep Meridian

জিপ কোম্পানির গাড়ি যেহেতু একটু বেশি দামি তাই ভারতীয় বাজারে এই কোম্পানির গাড়ি খুব একটা বেশি জনপ্রিয় নয়। তবে যারা একটু দামি এসইউভি কিনতে পছন্দ করেন তাদের কাছে জিপ কোম্পানির মেরিডিয়ান গাড়িটি কিন্তু সবথেকে পছন্দের গাড়ির মধ্যে একটি। Toyota কোম্পানির ফর্চুনার গাড়ির সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী জিপ মেরিডিয়ানে এই মুহূর্তে ১.৩৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

৩. Mahindra XUV300, XUV 400 EV, BOLERO ও BOLERO NEO

মাহিন্দ্রা কোনদিন সেরকম কিছু অফার না নিয়ে আসলে ও তাদের বেস্ট সেলিং গাড়িতে এই মুহূর্তে ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার চলছে। মাহিন্দ্রা কোম্পানির এক্সইউভি ৪০০ গাড়িটিতে আপনি এই অফারটি পেয়ে যাবেন। অন্যদিকে এক্সইউভি ৩০০ গাড়িতে আপনি ১.২ লাখ পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। এর পাশাপাশি মাহিন্দ্রা বোলেরো গাড়িতে ৭০ হাজারের মতো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

৪. Citroen C5 Aircross

সিত্র কোম্পানির এয়ার ক্রস গাড়িটি ২০২১ সালে লঞ্চ হয়েছিল এবং ২০২২ সালে এই গাড়ির একটি ফেস লিফট ভার্সন বাজারে আসে। এই গাড়িতে এই মুহূর্তে আপনারা ২ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এমনিতে এই কোম্পানির গাড়ি ভারতীয় বাজার অনুযায়ী একটু বেশি দামি। গাড়িটির দাম শুরু হয় ৩৭.৬৭ লক্ষ টাকা থেকে

৫. Skoda Kushaq

SKODA কোম্পানির গাড়িতে বিশেষ কিছু ডিসকাউন্ট অফার কোনদিন পাওয়া যায় না। পুজোর মৌসুমে এখন স্কোডা কোম্পানির কুশাক গাড়িতে ১.৫ লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

Advertisement

Related Articles

Back to top button