নিউজদেশ

New rules from 1 april: ১ এপ্রিল থেকে ভারতে লাগু হচ্ছে এই সমস্ত বড় পরিবর্তন, তাড়াতাড়ি সেরে ফেলুন এই সমস্ত কাজ

গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে ভারতে আগামী মাসে

Advertisement
Advertisement

২০২৩ আর্থিক বর্ষ শেষ হতে চলেছে এই ৩১ শে মার্চ। এই বছর শেষ হলেই শুরু হয়ে যাবে নতুন আর্থিক বছর। ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন ২০২৩-২৪ আর্থিক বছর। নতুন বছর থেকে প্রতিটি সেক্টরে নানা রকম পরিবর্তন আসতে চলেছে। তাই এই অর্থ বর্ষের একেবারে শেষমাসে আপনাকে কিছু জরুরী কাজ করে ফেলতে হবে। যদি আপনি এই কাজ না করেন তাহলে আপনাকে সামনের বছর সমস্যার সম্মুখীন হতে হতে পারে। কারণ আগামী ১ এপ্রিল থেকে বেশ কিছু নতুন নিয়ম জারি হতে চলেছে ভারতে। আগামী মাসে হওয়া পরিবর্তন গুলির মধ্যে গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি, ব্যাংকের ছুটি, আধার এবং প্যান কার্ড লিঙ্ক সহ বেশ কিছু জিনিস যুক্ত রয়েছে। এই সমস্ত কিছু প্রভাব আপনার প্রতিদিনের লাইফস্টাইল এর সঙ্গে সরাসরি ভাবে পড়তে পারে। তাহলে চলুন এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

প্রথমত, আগামী মাসে বৃদ্ধি পেতে পারে পেট্রোল-ডিজেল এবং গ্যাসের দাম। সরকারি তেল কোম্পানিগুলি প্রতি মাসের প্রথম তারিখে গ্যাস সিলিন্ডারে দাম বৃদ্ধি করে এবং তার পাশাপাশি পেট্রোল এবং ডিজেলের নতুন দাম জারি করে। মার্চ মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল এবং সেইসাথেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল। আগামী মাসে এই দাম আবারো বাড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Advertisement

দ্বিতীয়ত, ২০২৩ সালের এপ্রিল মাসে ব্যাংক ছুটির তালিকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে। ২০২৩ সালের এপ্রিল মাসে সর্বমোট ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। পরের মাসে বিভিন্ন উৎসবের কারণে এবং রাজ্যে সাপ্তাহিক ছুটি থাকার কারণে ১৫ দিনের জন্য ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে এই মাসের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করুন। ব্যাংক ছুটি শুরু হলে এই গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে পারবেন না।

Advertisement
Advertisement

তৃতীয়ত, ৩১ মার্চের আগে আপনাকে প্যান এবং আধার কার্ড লিঙ্ক করে ফেলতে হবে। যদি আপনার প্যান কার্ড এখনো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলে অবিলম্বে এটি করে ফেলুন। কারণ আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ কিন্তু ৩১ মার্চ। তাই যদি আপনি ৩১ মার্চের আগে এই কাজ না করেন তাহলে আপনার প্যান কার্ড আগামী মাস থেকে বাতিল হয়ে যাবে।

চতুর্থত, যারা সোনার গয়না কেনেন তাদের জন্য পরের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১ এপ্রিল থেকে সোনার গয়না বিক্রির নিয়মে পরিবর্তন আনতে চলেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী ৩১ মার্চ ২০২৩ এর পরে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন এর চার সংখ্যার গয়না বিক্রি করা যাবে না। এর পরিবর্তে ১ এপ্রিল ২০২৩ থেকে শুধুমাত্র ছয় সংখ্যার হলমার্ক গয়না বিক্রি করা সম্ভব।

Advertisement

Related Articles

Back to top button