নিউজরাজ্য

রাজ্যে চালু নয়া প্রকল্প ‘জাগো’, ৫০০০ টাকা করে দেবে মমতা

Advertisement
Advertisement

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের মানুষদের সর্বাঙ্গীন উন্নতির কথা মাথায় রেখে বহু প্রকল্প নিয়ে এসেছেন। এছাড়া মেয়েদের সামগ্রিক অগ্রগতি নিয়ে আসতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে অনেক প্রকল্পের উদ্বোধন করেছেন।

Advertisement
Advertisement

তাদের মধ্যে কন্যাশ্রী প্রকল্প গোটা দেশ তথা বিশ্ব দরবারে অন্যতম নজির গড়েছে। একই ধারা বজায় রেখে মহিলাদের বিকাশের জন্য ‘জাগো’ নামে নতুন প্রকল্প নিয়ে এলো রাজ্য সরকার।

Advertisement

নবান্নের তরফ থেকে জানানো হয় যে রাজ্যে পিছিয়ে পড়া মহিলাদের আরও বেশি পরিমাণে স্বনির্ভর করে তোলার তাগিদে এই ধরণের প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রায় গত দু মাস আগে বিধানসভায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তবে আজ শুক্রবার এই প্রকল্পে কাজ করা চালু হল।

Advertisement
Advertisement

এই প্রকল্পের জন্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করেছে রাজ্য সরকার। এই প্রকল্প থেকে রাজ্য সরকার রাজ্যের প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ৫০০০ টাকা করে অনুদান দিতে চলেছেন। ‘জাগো’ প্রকল্পের ফলে রাজ্যের প্রায় ১ কোটি মহিলা উপকৃত হতে চলেছেন বলে দাবি করেছে রাজ্য সরকার।

Advertisement

Related Articles

Back to top button