কলকাতানিউজরাজ্য

২৫ থেকে শুরু, কত কিলোমিটারে কত বাস ভাড়া? জেনে নিন

Advertisement
Advertisement

সোমবার থেকে রাজ্যে চালু হচ্ছে বেসরকারি বাস ও মিনিবাস পরিষেবা। লকডাউনের ফলে প্রায় দুমাসের কাছাকাছি সব কিছু বন্ধ ছিল। তবে এবার পরিবহন ব্যবস্থা চালু করার অনুমতি দিয়েছে রাজ্যসরকার। তবে মানতে হবে বিশেষ নিয়ম। বলা হয়েছে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। কিন্তু এত কম যাত্রী নিয়ে বাস চালালে বাসের খরচ উঠবে না। তাই বাস মালিকেরা বাসের ভাড়া বাড়িয়েছে একবারে তিনগুণ। এবার থেকে বসে উঠলে নূন্যতম ভাড়া দিতে হবে ২৫ টাকা। আগে যেটা ছিল ৭ টাকা।

Advertisement
Advertisement

কিলোমিটার অনুযায়ী বাসের ভাড়া আরও বাড়বে। কি হিসাবে ভাড়া নেওয়া হবে তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে, সেটি হল-

Advertisement

– বাসে উঠে ৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া ২৫ টাকা। 

Advertisement
Advertisement

– আবার ৪ থেকে ১২ কিলোমিটার বাসের ভাড়া ৩০ টাকা। 

– ১২ থেকে ১৬ কিলোমিটার বাসের ভাড়া ৩৫ টাকা। 

– ১৬ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত বাসের ভাড়া হবে ৪০ টাকা। 

– মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা। 

– মিনিবাসে ৩ থেকে ৬ কিলোমিটারের ভাড়া ৩০ টাকা। 

– ৬ থেকে ১০ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা। 

– আর ১০ থেকে ১৪ কিলোমিটারের ভাড়া ৪০ টাকা হবে। 

– ১৪ থেকে ১৯ কিলোমিটার পর্যন্ত ভাড়া ৪৫ টাকা। 

– আর তারপরের ক্ষেত্রে ভাড়া ৫০ টাকা। 

এবার এত টাকা ভাড়া দিয়ে বাসে কি সাধারণ মানুষ উঠবে? সেটা পরবর্তি সময় বোঝা যাবে। যদিও মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা বাসের ভাড়া বেশি দিয়ে উঠতে পারবে, তারাই উঠবে।

Advertisement

Related Articles

Back to top button