Advertisement
ভাল নেই নাসিরুদ্দিন শাহ এবং রত্না পাঠক শাহের ছোট ছেলে ভিভান শাহ! কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন তিনি। সূত্রের খবর ঈশান খট্টর, তব্বু অভিনীত ‘আ সুইটেবল বয়’ (A Suitable Boy) ছবির প্রমোশনের মাঝেই অসুস্থ হয়ে যান ভিভান।
Advertisement
Advertisement
Advertisement
এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হওয়ার পর অনেকেই সুস্থ আছেন, কিন্তু ভিভানের শরীর ভালো নেই। তাঁর পরিবারের অন্যান্য কেউ কোভিডের শিকার হয়েছেন কিনা তা নিয়ে কোন খবর এখনও পর্যন্ত নেই। আপাতত হোম কোয়ারেনটাইনে আছেন তিনি। প্রসঙ্গত, ২০১৪ সালে, তিনি ফারাহ খান পরিচালিত চলচ্চিত্র হ্যাপি নিউ ইয়ারে রোহান চরিত্রে অভিনয় করেন ভিভান। এছাড়াও,২০১১ তে ‘৭ খুন মাফ’ ছবিতে অরুণ কুমারের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পদার্পণ করেন ভিভান। সম্প্রতি তাঁকে মীরা নায়ারের ‘আ সুইটেবল বয়’ সিনেমায় দেখা যাবে।
Advertisement
Advertisement