আন্তর্জাতিকনিউজ

রক্তাক্ত ভিয়েনা, সন্ত্রাসবাদী’ হামলায় মৃত জঙ্গি সহ তিন, আহত বহু

×
Advertisement

ভিয়েনা: একেই ইউরোপে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। আর তারমধ্যেই ফের সন্ত্রাসবাদীর হামলার কবলে ইউরোপ। এবার রক্তাক্ত হল অস্ট্রিয়ার ভিয়েনা। একদল বন্দুকধারী জঙ্গি হামলা চালিয়েছে ভিয়েনায়৷ অতর্কিতে শহরের ছটি আলাদা জায়গায় হামলা চালানো হয়েছে বলে খবর৷ এর মধ্যে রয়েছে একটি হুইদি উপাসনা গৃহও৷ জঙ্গিদের এলোপাথারি গুলিতে আহত বহু৷ চ্যান্সেলর সেবাস্টিয়ান এই ঘটনাকে জঘন্য সন্ত্রাসবাদী হানা বলে বর্ণনা করেছেন৷

Advertisements
Advertisement

ভিয়েনা পুলিশ ট্যুইট করে জানিয়েছে, ‘সোমবার রাত আটটা নাগাদ শহরের ছটি জায়গায় আলাদা আলাদা করে গুলি ভর্তি রাইফেল নিয়ে হামলা চালায় জঙ্গিরা। প্রতি জায়গাতেই এলোপাথারি কয়েক রাউন্ড গুলি চালায় জঙ্গিরা। এমন আচমকা হামলায় আহত হয়েছে বহু মানুষ৷’ আহতদের মধ্যে একজন অফিসারও রয়েছেন বলে জানা গিয়েছে৷ এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর মিলেছে৷ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। যদিও এই সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে থেমে থাকেনি পুলিশ। পাল্টা জবাব দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে এক জঙ্গি। এই ঘটনায় গোটা সেন্ট্রাল ভিয়েনাকে সিল করে দেওয়া হয়েছে। চলছে তল্লাশি।

Advertisements

যদিও এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে অস্ট্রেলিয়াবাসী। সকলকে বাড়িতে থাকাত এই মুহূর্তে অনুরোধ জানিয়েছে ভিয়েনা পুলিশ। এমনকি জনবহুল এলাকা থেকে সকলকে দূরে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। বিশ্ব জুড়ে দিন দিন যেন সন্ত্রাসবাদী হামলা বেড়েই চলেছে। আর যার অন্যতম সাক্ষী হয়ে রইল অস্ট্রিয়ার ভিয়েনা।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button