দেশনিউজ

দেশের করোনা ভাইরাসের পরিস্থিতি উপেক্ষা করে দলের হয়ে বাংলায় প্রচার করছেন মোদি, সারাদেশে কটাক্ষের শিকার প্রধানমন্ত্রী

কংগ্রেস নেতা পি চিদাম্বরম, সিতারাম ইয়েছুরি থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকাকে কটাক্ষ করেছেন টুইট করেন

Advertisement
Advertisement

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে প্রবল সমস্যার মুখে ভারত। কিন্তু এই মুহূর্তে ভারতের করোনা পরিস্থিতি দিকে তেমন একটা নজর না দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যস্ত বাংলায় গিয়ে ভোট প্রচার করার জন্য। পশ্চিমবঙ্গে ভোট পর্ব ঘিরে সভা, সমাবেশ এবং রোড শো এর ওপরে নিয়ন্ত্রণ জারি করে দিয়েছে ইতিমধ্যেই নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি খুবই ভয়ানক।

Advertisement
Advertisement

কিন্তু সেই পরিস্থিতিতেও লাগাতার রোড শো চালিয়ে যাচ্ছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। একের পর এক রোডশো করছেন নরেন্দ্র মোদি। তাই এবারে সারা দেশের নেতাদের নিশানায় প্রধানমন্ত্রী। একাধিক নেতারা টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এইরকম ভূমিকাকে চরম কটাক্ষ করেছেন। সীতারাম ইয়েচুরি লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদির কাছে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার থেকে বাংলায় গিয়ে প্রচার করা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। বাংলা বিজয় তার কাছে অগ্রাধিকার। আর বাকি সময়টা তিনি টিভিতে মুখ দেখাচ্ছেন। খুবই দুঃখের বিষয়।”

Advertisement

অন্যদিকে কংগ্রেস নেতা পি চিদাম্বরম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন। করোনাভাইরাস এর মাথায় বসে প্রধানমন্ত্রী বেহালা বাজাচ্ছেন, এরকম একটি ফটো টুইট করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদির “দিদি ও দিদি” ডাককে কটাক্ষ করেছেন চিদাম্বরম। তিনি লিখেছেন, “কোন প্রধানমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী কে এরকম উপহাস এর সুরে ডাকতে পারেন? আমি তো কল্পনাই করতে পারিনা যে জহরলাল নেহেরু, মোরারজি দেশাই বা বাজপেইজি এরকম ভাবে কারো সাথে কথা বলতে পারেন।” পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের প্রচারকে কটাক্ষ করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button